ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন - News Portal 24
ঢাকাThursday , ২৯ ডিসেম্বর ২০২২

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

Link Copied!

উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার গোয়ালাবাজারস্থ উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সমান সংখ্যক ৮টি করে ভোট পেয়েছেন জুবেল আহমদ সেকেল, উজ্জ্বল দাশ এবং জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন আনা। তার নিকটতম প্রার্থী শিপন আহমদ পেয়েছেন ১১ ভোট। অর্থ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পেয়েছেন কবির আহমদ এবং সিতু সূত্রধর। সহ-সাধারন সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন রণিক পাল। তার নিকটতম প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মতিন, সহ-সভাপতি লিলুউর রহমান পংকী, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার এবং সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর মো. মজনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আলাউর রহমান আলা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, যুব ও ক্রীড়া বিষক সম্পাদক মুকিত মিয়া, সাবেক চেয়ারম্যান আবদুল হাই মশাহিদ, অবসর প্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনু, যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দেব গোয়ালাবাজার উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক সামসুল হক হাবিব চৌধুরী, সিমা কর, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক চয়ন চৌধুরী, বাপ্পা ঘোষ, বদরুল আলম চৌধুরী, প্রবাসী সাংবাদিক জুবায়ের আহমদ, ক্রিকেটার আমির খান, আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী সোসাইটি সিলেট বিভাগীয় শাখার পরিচালক জুসেফ চৌঃ ডেইলি নিউজ পোর্টাল টোয়েন্টিফোরের প্রকাশক আবরার আহমদ চৌধুরী, গোয়ালাবাজার  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য দিলোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, আরজু মিয়া, আব্দুস সামাদ, লেবু মিয়া, চামেলী রানী দে প্রমুখ।

আরও পড়ুনঃ  নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা ছাত্রদল নেতার মৃত্যু

নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন উজ্জ্বল ধর, আবু হানিফা, লিলুউর রহমান পংকী ও মলয় চক্রবর্ত্তী।

সকাল ১১ টা থেকে ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করার পর অতিথির উপস্থিতিতে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।