নোয়াখালী’র কবিরহাট উপজেলায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার - News Portal 24
ঢাকাMonday , ২৬ ডিসেম্বর ২০২২

নোয়াখালী’র কবিরহাট উপজেলায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ন
Link Copied!

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় রাব্বি (২৮) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় পৌরসভা ১নং ওয়ার্ডে কবিরহাট সরকারি কলেজের পাশে সন্ধ্যার পরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনগন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

স্থানীয়দের মতে পূর্ব শত্রুতার জেরে রাব্বিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।

হত্যার শিকার হওয়া রাব্বি কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর বাসিন্দা বাটু মিয়ার ছেলে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ  নোয়াখালীর চাটখিলে এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২ ব্যাচের মিলনমেলা