কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রয়াত সাংসদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এ কে এম শামসুল হক গোলাপ মিয়ার স্মৃতি সংসদের অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধায় উপজেলার তারাকান্দি বাজারে অফিস উদ্বোধন করেন মাননীয় জাতীয় সাংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময়ে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম ভিপি শফিক, জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ, গোলাপ মিঞা স্মৃতি সংসদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক এটিএম খলিল উল্লাহ শাকিল, সদস্য আতাউর রহমান নয়ন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মানিক মিয়া, রফিকুল ইসলাম শাহজাহান মাস্টার প্রমুখ।