কাল ওসমানীনগর প্রেসক্লাবের নির্বাচন - News Portal 24
ঢাকাWednesday , ২৮ ডিসেম্বর ২০২২

কাল ওসমানীনগর প্রেসক্লাবের নির্বাচন

ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২২ ১০:০২ অপরাহ্ন
Link Copied!

উৎসবমুখর পরিবেশে কাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

গোয়ালাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রার্থী মোট ৩ জন। তারা হলেন : জুবেল আহমদ সেকেল, জয়নাল আবেদীন ও উজ্জ্বল দাশ।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হচ্ছেন শিপন আহমদ ও আনোয়ার হোসেন আানা।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী আবুল কালাম আজাদ ও রনিক পাল।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী কবির আহমদ ও সিতু সূত্রধর।

এছাড়া অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল মতিন, সহ-সভাপতি পদে লিলুউর রহমান পংকি, সাইদুর রহমান, সামসুজ্জামান ফরহাদ, জুবেল আহমদ, আতাউর রহমান কাওছার, রায়হান আহমদ ও জিতু আহমদ নির্বাচন করছেন।

প্রধান নির্বাচন কমিশনার উজ্জল ধর জানান, ইতোমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ২১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হয়। ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৯ ডিসেম্বর আজ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  বোরহানউদ্দিনে রাতে জোরপূর্বক ঘর উত্তোলন, বাধা দেওয়ায় হামলায় আহত ২