স্বেচ্ছাসেবক দল বালাগঞ্জ উপজেলা শাখার ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্য সিভি আহব্বান।
সিলেটের জেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,সিলেট জেলা শাখা। মঙলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির এ অঙ্গসংগঠনটির কেন্দ্রীয় কমিটির সঙ্গে সিলেট জেলা ও উপজেলা শাখার নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার সভাপতি আব্দুল আহাদ খান জামাল ও সাধারণ সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, এ আহব্বান জানান।
স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক বালাগঞ্জ উপজেলা, শাখার আহব্বায়ক সাবুল আহমদ ও সদস্য সচিব দেলওয়ার হোসেন মুকিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের কমিটি গঠন এর জন্য সদস্য প্রত্যাশিদের সিভি জমা দেয়ার আহব্বান জানিয়েছেন।
উল্লেখিত ইউনিয়ন সমূহ ১) পূর্ব পৈলন পুর, ২)বোয়ালজুর, ৩)দেওয়ান বাজার,৪)পশ্চিম গৌরিপুর, ৫)বালাগঞ্জ সদর, ও ৬) পূর্ব গৌরিপুর ইউনিয়ন।
সংযুক্ত: জাতীয় পরিচয়পত্র ফটোকপি ০১ কপি, সর্বশেষ শিক্ষা সনদ, মামলা সংক্রান্ত কারাবরণ ও নির্যাতন বিবরণ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।
ঘোষিত ইউনিয়ন সমূহকে নির্ধারীত তারিখের মধ্যে সকল ইউনিয়নের কমিটি গঠন করার জন্য সদস্যদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার আহব্বান করা হয়েছে।