বোরখা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার: উচ্চ আদালত - News Portal 24
ঢাকাThursday , ২ জুন ২০২২

বোরখা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার: উচ্চ আদালত

নিউজ পোর্টাল ২৪
জুন ২, ২০২২ ১:৫৪ অপরাহ্ন
Link Copied!

বোরখা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে জানিয়েছেন উচ্চ আদালত। সারাদেশের বিভিন্ন জেলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরখা বা হিজাব পরায় হেনস্থার শিকার হওয়ার ঘটনায় তদন্ত করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ জুন) সকালে বিচারপতি মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এসব ঘটনা তদন্ত করে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোকে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। সকল ধর্মের মানুষের এখানে সমান অধিকার। কারো ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রাষ্ট্রকর্তৃক সেই অধিকার সমুন্নত রাখা একটি সাংবিধানিক দায়িত্ব। বোরখা বা হিজাব পরায় শিক্ষার্থীদের আদৌ শিক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে কিনা, যদি হেনস্থা করা হয়ে থাকে এর পিছনে কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে হবে। আগামী ১১ আগস্ট মামলাটি আবার শুনানির জন্য আসবে।