প্রবাসীদের কুয়েত আরবী ভাষা শিক্ষা | দুবাই ভাষা শিক্ষা | বাহরাইন প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | ওমান প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | সৌদি আরবি ভাষা শেখার সহজ উপায় ও পদ্ধতি | কাতার প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা - News Portal 24
ঢাকাSaturday , ৪ জুন ২০২২

প্রবাসীদের কুয়েত আরবী ভাষা শিক্ষা | দুবাই ভাষা শিক্ষা | বাহরাইন প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | ওমান প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা | সৌদি আরবি ভাষা শেখার সহজ উপায় ও পদ্ধতি | কাতার প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা

নিউজ পোর্টাল ২৪
জুন ৪, ২০২২ ৩:৩৬ পূর্বাহ্ন
Link Copied!

আরবি শুধু একটি ভাষা নয়, এটি ইসলামী সভ্যতা-সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের অন্যতম বাহক। কালের বিবর্তনে বর্তমান পৃথিবীতে প্রচলিত অনেক ভাষা হারিয়ে যেতে পারে। কোরআনের বাহক হিসেবে আরবি ভাষা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কেননা মহান আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমিই কোরআন অবতীর্ণ করেছি, আমিই এটি সংরক্ষণ করব।’ (সুরা : হিজর, আয়াত : ৯)

বাংলাদেশের মতো অনারব দেশগুলোর জন্য আরবি ভাষা শিক্ষা ইসলামী শিক্ষারই নামান্তর। মানুষ যত বেশি এ ভাষার কাছাকাছি আসবে ততই ইসলামকে জানবে ও বুঝবে। ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘তোমরা আরবি ভাষা শেখো, কেননা এটি তোমাদের দ্বিনেরই অংশ।’

বাংলাদেশের অনেক লোক বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী হিসাবে কাজ করে থাকেন। এর মধ্যে অধিকাংশ লোক আরব দেশসমূহে কাজ করেন। তবে আরবি ভাষা না জানার কারণে অনেক সমস্যায় পড়েন। এজন্যে আরবি ভাষা শিক্ষা কোর্স করার পাশাপাশি বেশি বেশি চর্চা করলে সহজে শিখা হবে। এখানে আমরা কিছু আরবি শব্দ ও বাক্য জানবো যা সকলের কাজে আসবে।


আরবি ভাষায় প্রয়োজনীয় কথোপকথন

ক্রমবাংলাইংরেজিবাংলায় আরবি উচ্চারন
১.আস্‌সালামু আলাইকুমPeace be upon you.আস্‌সালামু আলাইকুম
২.ওয়া আলাই কুমুস্‌সালামPeace be upon you alsoওয়া আলাই কুমুস্‌সালাম
৩.এদিকে আসুনPlease come hereতায়াল হেনা
৪.আপনার নাম কী?What is your name?মাইসমুক/ইসইসমুক?
৫.আমার নাম আবদুলাহ।My name is Abdllah.ইসমি আবদুলাহ
৬.আপনি কেমন আছেন?How are you?কাইফা হালুক
৭.আমি ভালো আছিI am well.তাইয়্যিব
৮.আমার শরীর ভালো নাI am not well.লাসতু বেখাইর
৯.আপনি কোথা হতে এসেছেন?Whwre have you come from?মিন আইনা জিইতা?
১০.আমি বাংলাদেশ হতে এসেছি।I came from Bangadesh.জিয়তু মিন বাংলাদেশ
১১.কী জন্য এসেছেন?Why have you come?লিমা জিয়তা?
১২.বাড়ির কাজে এসেছি।I came for a job of house keeping.জিয়তু লিল আমাআল বাইত
১৩.কোন কোম্পানীতে চাকরি
করার জন্য এসেছেন?
In which companyyou came to service?ফি আআয়্যিতি শারিকাতি
জিয়তা লিল আমালি
১৪.কোম্পানির নাম ………The name of the company is ……………ইসমুশ শারিকাহ ………..
১৫.কোম্পানির ঠিকানা কী?What is the address of the company?মা হুয়া ওনওয়ানুশ
শারিকাহ?
১৬.কোম্পানির ঠিকানা….The name of the company is ……………ওনওয়ানুশ শারিকাহ ……
১৭.কোন রিক্রুটিং এজেন্সির
মাধ্যমে এসেছেন?
Through which Recruiting Agency you are selected?বিওয়াসিতাতি আইয়াতি
ওয়াকালাতিল ইসতিকদাম জিয়তা?
১৮.রিক্রুটিং এজেন্সির নাম ….The name of Recruiting Agency is ……………..ইসমু ওয়াসিতিল
ইসতিকদাম…………
১৯.পাসপোর্ট ও টিকেট দেখানPlease show your Passpot & Ticcketহাতিল জাওয়ায ওয়াত
তাযকিয়া।
২০.অনুগ্রহ পূর্বক একটু তাড়াতাড়িPlease make a bit hurry.তায়াজ্জাল বিসামাহাতিকুম
২১.আমি সৌদি রিয়াল চাইI want Saudi Rials.আগীর রিয়ালাস সাউদি।
২২.আপনি এখন যেতে পারেন।Please you may go now.ফাদাল।
২৩.বের হওয়ার রাস্তা
কোন দিকে?
Where is the exit?আইনাল মাখরাজ।
২৪.বের হওয়ার রাস্তা
এই দিকে।
This is the way to exit.হাজা হুয়াল মাখরাজ।
২৫.মালপত্র গ্রহণের স্থান
কোথায়?
Where is the luggage cunter?আইনা মওদউ ইসতিলামিল
হাকীবাহ ওয়াল আফাশাহ?
২৬.মালপত্র গ্রহণের স্থান
এই দিকে।
This is the way to luggage counter.হাজা হুয়াল মাওদাউ লি ইসতিলামিল
হাকিবাহ ওয়াল আফাশাহ।
২৭.আপনি কি এখানে
এয়ারপোর্টে চাকরি করেন?
Do yu serve here in the Airport?হাল আস্তা তাশতাগিলু ফি
হাজাল মাত্বার।
২৮.হ্যাঁ, এখানে চাকরি করি।Yes, I serve here.নায়াম আশতাগিলু ফি
হাজাল মাত্বার।
২৯.নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি
আমাকে গ্রহণের জন্য আসছে কি?
Has the employers Representative come to receive me?হাল জায়া মুমাচ্ছিলু
ছাহিজাল আমাল?
৩০.ট্যাক্সিস্ট্যান্ড কোথায়?Where is the Taxi Stand?আইনা মাওকাফুত তাকসি?
৩১.হে ট্যাক্সি চালক রিয়াদ
যাবে কি?
Oh, Taxi Driver will you go to Riyadh?ইয়া সায়িকাত তাকসি হাল
তাজহাবু ইলার রিয়াদ?
৩২.রিয়াদ যাওয়ার ভাড়া কত?What is the Taxi fare to Riyadh?কাম উজরাহ লির্‌রিয়াদ?
৩৩.ভাড়া ১০ রিয়াল10 Rials.আশরাহ রিয়াল।
৩৪.আপনার ব্যবহার আমার
কাছে খুব ভালো লাগে।
I like your behaviour very much.কালামুকা আহসানু জিদ্দান
লাদাইয়া।
৩৫.খাবার হোটেল কোথায়?Where is the Restaurant?আইনাল মাতয়াম?
৩৬.আপনি কী খেতে পছন্দ
করেন?
What type of food do you like to takeমাজা তুহিবু আন তাকুলা।
৩৭.আমি ভাত-মাছ খেতে
পছন্দ করি।
I like to take rice and fish.আনা উহিববুর রুজ্জা
ওয়াসসামাক।
৩৮.আমার জ্বর হয়েছে।I am suffering from fever.আছাবানিল হুম্মা।
৩৯.আমার ডাক্তারের কাছে
যাওয়া প্রয়োজন।
I need to go to Doctor.আলাইয়া আন আযহাবা
ইলাতত্বাবিব।
৪০.আপনার আর কী কী
অসুবিধা হয়?
What are the other problem you face?আইয়াতু মুসকিলাতিল
লাকা সিওয়া হাজা?
৪১.আমি রীতিমতো খেতে
পারি না।
I cannot take meal regularly.লা আসতাতিউল আকলা
মাওয়াযিবান।
৪২. আপনাকে অশেষ ধন্যবাদ।Thank you very much.শুকরান জায়িলান।
৪৩.আবার আসবেন।Come again.জিয়ারাতিকুম মাররা ছানিয়া
৪৪.আমাকে সাহায্য করুন।Help e.সাইদ নি।
৪৫.আমি বিপদে আছি।I am in danger.আনা ফি মুশকিলা।
৪৬.আমি কষ্টে আছি।I am in problem.আনা তাবান।
৪৭.টাকাMoneyফুলুস
৪৮.আমাকে বেতন দিনPlese give my salary.আতিনি ফুলুস
৪৯.আমাকে পানি দাওPlease give me water.আতিনি মাই
৫০.আমি বিপদে নাইI am not in danger.মাফি মুশকিলা
৫১.এই লোকটি আমার
মালিক কিনা?
Is this my Lord/Master? হাদা কফিল?
৫২.আমি বাংলাদেশে ফোন
করব
I will call Bangladesh.মামা, আনা আতিনি সুয়াই
টেলিফোন বাংলাদেশ
৫৩.আমাকে বাবা ডাকছেFather is calling me.বাবা রিত আনা
৫৪.আমাকে ভাই ডাকছেBrother is calling me.মামা, ইনতি ইবনে বাদিওলাত/
ম্যাডাম খাইয়ে হকি মিশুম নিহা
৫৫.আমি হাসপাতালে
যেতে চাই
I want to go hospital.আনা বাদিক রহে মুস্তাসফা
৫৬.আমি এটা খেতে পাচ্ছি নাI can not eat this.আনা মাফিকি আক্কেল
হায়দা
৫৭.আমি ভাত খেতে চাইI want to eat rice.আনা বাদ্দিক রোজ
৫৮.আমি রুটি খেতে চাই নাI don’t want to eat bread.আনা মাবাদ্দিক খবুজ
৫৯.এটার নাম কি?What’s name is it?সুইসমিক হাদা
৬০.যাওGo. রোহ / রোহে

দৈনন্দিন জীবনে ব্যবহারোপযোগী আরবি শব্দ

ক্রমবাংলাইংরেজীবাংলায় আরবি উচ্চারণ
১.আমি (পুং ও স্ত্রী)Iআনা
২.আমরা (পুং ও স্ত্রী)Weনাহ্‌নু
৩.তুমি, আপনি (পুং)Youআন্‌তা
৪.তুমি, আপনি (স্ত্রী)Youআনতি
৫.তোমরা ২ জন (পুং ও স্ত্রী)Youআন্তুমা
৬.তোমরা সকল (পুং)Youআন্তুম
৭.তোমরা সকল (স্ত্রী)Youআন্তুন্না
৮.সে (পুং)Heহুয়া
৯.সে (স্ত্রী)Sheহিয়া
১০.ইহা, এইIt, Thisহাজা
১১.তাহারা ২ জনTheyহুমা
১২.তাহারা সকল (পুং বহুবচন)Theyহুম
১৩.তাহারা সকল (স্ত্রী বহুবচন)Theyহুন্না
১৪.কি?What?হাল
১৫.কি?What?মা
১৬.কি?What?মাজা
১৭.কি? (কথ্য ভাষা)What?ঈশ
১৮.কোথায়?Where?আইনা
১৯.কখন?When?মাতা
২০.কত?How Much?কাম
২১.কেমন?How?কাইফা
২২.কে?Who?মান
২৩.কেন?Why?লিমা/লিমাযা
২৪.Thatযালিকা
২৫.সাথেWithমাআ
২৬.যাওGoইযহাব
২৭.ভালো, উত্তমGoodখাইর/তাইয়্যিব
২৮.ধন্যবাদThankশুকরান
২৯.খারাপ (কথ্য ভাষা)Badমুশতাইয়্যিব
৩০.মাফ করবেনForgive, Pardon, Excuseআফওয়ান
৩১.হ্যাঁYesনাআমা
৩২.নাNoলাইছা/লা
৩৩.চিঠিLetterখেতাব
৩৪.ফোনPhoneফোন
৩৫.যোগাযোগCommunicationএতেছেলাত

আরবিতে অন্যান্য শব্দাবলি

ক্রমবাংলাইংরেজিবাংলায় আরবি উচ্চারন
১.দেশCountryদাওলাহ্‌
২.শহরTown/Cityবালাদ্‌
৩.রাস্তাRoadত্বারিক
৪.বাজারMarketসুক্ক
৫.দোকানShopমাহাল
৬.কর্মস্থলPlace of Workমাজালুল আমাল
৭.অফিসOfficeমাকতাব
৮.স্বাগতমWelcomeআহলান ওয়া সাহলান
৯.মারহাবাMarhabaমারহাবা
১০.কাপড় ধোয়ার মেশিনWashing Machineআল মাগছালাহ/মিগছালাহ গাচ্ছালা
১১.ধোবI washআগছিলু
১২.কাপড়-চোপড়Clothsআল্‌মালাবিছ
১৩.ধোওWashগাছিছল
১৪.তোমাকে শিখাবTo teach youউ’আলিমুকা
১৫.পেটগুলোPlatesআতবাক
১৬.পেট ধোয়ার মেশিনDis Washerমিগছালাতুল আতবাক
১৭.আমরা তৈরী করবWe will makeমাছ্‌নাউ
১৮.ভ্যাকুয়াম ক্লিনারVacuum Cleanerমুনায্‌যিফতি খাওয়াইয়াহ্‌/মাকিনা
১৯.চুলাOvenউুরন
২০.রুমRoomআল গুরফাহ
২১.ইস্ত্রিElectric Ironআল মিকওয়াহ
২২.প্রশিক্ষণTrainingআত তাদরিব
২৩.কিছু পরিমাণSomethingবা’দা
২৪.কালTomorrowগাদান
২৫.গৃহকর্ত্রী/গৃহিনীLand ladyরব্বাতুল বাইত
২৬.সন্তানChildrenবুনাই
২৭.আসবাবপত্রFurnitureআল-আছাছ

আরবি প্রয়োজনীয় শব্দাবলি


কাতার প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা


সহজে আরবি ভাষা শিখার টিপস

ক্রমবাংলাইংরেজিবাংলায় আরবি উচ্চারন
১.এখানেHereহুনা
২.দয়া করেPleaseমিন ফাদলিক
৩.মাফ করবেনExcuse meআফওয়ান
৪.এক মুহূর্তেOne momentলাহযাহ
৫.ঘুম হতে ওঠেGets upইয়াছতাইকিযু
৬.সংবাদপত্রNewspaperজারিদাহ
৭.সে গোসল করেHe takes bathইয়াগতাছিলু
৮.তুমি গোসল করYou take bathতাগতাছিলু
৯.পোশাকDressমালাবিছ
১০.কাজের মেয়েPeriod of workমুদ্দাতুল আমল
১১.প্রত্যহDailyইয়াওমিয়্যান
১২.কেনাকাটা করাMarketingআততাছওয়িক
১৩.তৈরী করেছিI have preparedজাহ্‌হাযতু
১৪.মেহমানGuestআদ্দুযুফ
১৫.ডাক্তারDoctorআত্‌ত্বাবীব
১৬.নারস/সেবিকাNurseআল মুমাররিদাহ্‌
১৭.আপনার কি হয়েছে?What happened to you?মাবিকা?
১৮.আঘাত প্রাপ্ত হয়েছে?Injuryউচিবতা
১৯.মাথায়On headফি আররাছ
২০.হাঁটুতেOn kneeফি আর রুকবাহ
২১.বুকেOn chestফি আছ-ছদর
২২.আঙুলেOn fingersফি আল ইছবা
২৩.পাLegফি আর রিজল
২৪.নাকেOn noseফি আল আনফ
২৫.সামান্ন/মামুলিNot seiousবাছিত্ব
২৬.ইহা ছাড়াBeyond thisগাইরু হাযিহি
২৭.ভয় করবেন নাDon’t be afraidলা তাখাফ্‌
২৮.ডাক্তার কোথায়?Where is the doctor?আইনা আত তাবিব?
২৯.ব্যাপারটিThe matterআল-আমারু
৩০.আছে(Doctor) is inমাওজুদ
৩১.ধৈর্য ধরুনKeep patienceইছবির
৩২.এখনNowআল-আন
৩৩.ব্যথাPainআলাম
৩৪.কঠিনSeriousশাদিদ
৩৫.পিঠেOn backফি জাহরি
৩৬.আমাকে সুস্থ করুনCare meআশফিনি
৩৭.হে প্রভুOh lordইয়া রব
৩৮.তোমাকে আল্লাহ সুস্থ করুনMay Allah care youশাফাকাল্লাহ
৩৯.হাতHandআল-ইয়াদ
৪০.কানEarআল-উযন
৪১.চোখEyeআল-আইন
৪২.চামড়াSkinআল-জিলদ
৪৩.কনুইElbowআল-মিরফাক্ব
৪৪.হৃদয়Heartআল-ক্বালব
৪৫.কলিজাLiverআল-কাবিদ
৪৬.হাতের তালুToeআল-কাফ্‌
৪৭.পেটBellyআলবাত্বন
৪৮.কপালForeheadআলজাবিন
৪৯.ঠোঁটLipআশ্‌শাফাহ
৫০.পিঠBackআয-যাহর
৫১.উরু/রানThighআল-ফাখিয
৫২.দুই কানTwo earsআল-উযুনাইন
৫৩.দুই পাTwo legsআল-রিজলাইন
৫৪.দুই চোখTwo eyesআল-আইনাইন
৫৫.দুই হাতTwo handsআল-ইয়াদাইন
৫৬.দুই হাঁটুTwo kneesআল-রুকবাতাইন
৫৭.ক্লিনিক/চিকিৎসালয়Clinicমুসতাউছাফ
৫৮.পরিক্ষা-নিরীক্ষাLab testফাহ্‌ছ
৫৯.ডাক্তারি পরীক্ষাMedical testতিব্বি
৬০.বসত অনুমতিResidence Permitআল ইকামাহ্‌
৬১.পাসপোর্টPassportজাওযায সফর
৬২.পত্রLetterখিতাব
৬৩.নিয়োগকর্তাSponsorআল কাফিল
৬৪.রোগ পরীক্ষাDiagnosisকাশফ
৬৫.বুকChestআস্‌ সদর
৬৬.বিশেষায়িত পরীক্ষাTest Analysis)তাহলিল
৬৭.রক্তBloodআদ্‌ দম
৬৮.নার্সNurseআল-মুমাররিদাহ
৬৯.দয়া করেKindlyমিন ফাদলিক
৭০.আমাকে দাওGive meআ’তিনী
৭১.ডাক্তারের উপদেশPrescriptionওয়ারাকাহ
৭২.দয়া করেKindly/pleaseমিন ফাদলিক
৭৩.চেয়ারChairকুরছি
৭৪.টেকনিশয়ানTechnicianফান্নি
৭৫.ল্যাবরেটরিLaboratoryমুখতাবার
৭৬.শরীর বিদ্যা বিষয়কMedicalত্বিববি
৭৭.বিশেষজ্ঞSpecialistআখিছ্‌ছায়ি
৭৮.প্রস্রাবUrineআল-বাউল
৭৯.চামচSpoonমিল’আকাহ
৮০.ছুরিknifeছিক্কিন
৮১.রুটিBreadখুবজুন
৮২.ডিম ভাজিFried eggবায়দুন মাছুলুক

সহজে আরবি ভাষা শেখার উপায়

৮৩.সিদ্ধ ডিমBoiled eggবায়দুন মুকলিউন
৮৪.পনিরCheeseজুবন
৮৫.দুধMilkহালিব
৮৬.মাখনButterজুবদাহ্‌
৮৭.তেলOilযায়তুন
৮৮.জলপাইOlivesজায়তুন
৮৯.মুরগির বাচ্চাChickenদুজাজ
৯০.ভাত/চাউলRiceরুয
৯১.ভাতের সাথে মুরগিChicken with riceদুজাজ মাআর রুয
৯২.মাংসের সাথে ভাতRice with meatরুয মা’আ আল লাহম
৯৩.টমেটোর সালাদTomato saladছালাতাহ বানদুরাহ
৯৪.সবজির সালাদVegetable saladছালাতাহ খুদার
৯৫.সবজির স্যুপVegetable soupশুরবাহ খুদার
৯৬.চিকেন স্যুপChicken soupশুরবাহ খুদার
৯৭.গ্রিল চিকেনGrilled chickenফাররুজ মাশওয়ী
৯৮.ফ্রাইড চিকেনFried Chickenফাররুজ মাকলী
৯৯.মাংশ/গোস্তMeatলাহাম
১০০.খাবারFoodআকল/আত্‌ত’য়াম
১০১.আমMangoমানজা
১০২.কমলাOrangeবুরতুকাল
১০৩.পিঁয়াজOnionবাছাল
১০৪.গোল আলুPotatoবাতাতা
১০৫.ডিমEggবায়দুন
১০৬.তরমুজMelonবিত্তিখ
১০৭.খেজুরDateতামার
১০৮.আপেলAppleতুফ্‌ফাহ
১০৯.বাদামNutজাউফ
১১০.চিনিSugarছুক্কার
১১১.মাছFishছামাক
১১২.মাখনMargerinছামন
১১৩.চাTeaশায়/শাহী
১১৪.মসুরি ডালLentilআদাছ
১১৫.মধুHoney‘আছাল
১১৬.রাতের খাবারDinner‘আশা
১১৭.দুপুরের খাবারLunchগাদা
১১৮.লেবুLemonলিমুন
১১৯.পানিWaterমা
১২০.কলাBananaমাউয
১২১.পানীয়Drinkশারাব
১২২.পিপাসাThirstyআতাছ
১২৩.কফিCoffeeকাহওয়া
১২৪.জুসJuiceআছির
১২৫.আপেল জুসApple juiceআছির তুফফাহ
১২৬.কোমল পানীয়Soft drinkমুরাত্তাবাত
১২৭.মিনারেল ওয়াটারMineral waterমিয়া মা’দিনিয়্যাহ
১২৮.স্যুটSuitবাজলাহ
১২৯.ট্রাউজারTrousersবানতালুন
১৩০.পায়জামাPajamaবায়যামা
১৩১.স্কার্টSkirtতান্‌নুরাহ
১৩২.জ্যাকেটJacketজাকিত
১৩৩.মোজাSockজাওরাব
১৩৪.বোতামButtonযুর
১৩৫.বেল্টBeltযুন্নার
১৩৬.বিছানার চাদরBed sheetশারশাফ
১৩৭.শাহী টুপিHatকুব্ব’আহ
১৩৮.গ্লাভসGlovesকুফ্‌ফায
১৩৯.কাপড়Cloth, fabricকুমাশ
১৪০.শার্টShirtক্বামিছ
১৪১.কোটCoatমু’আত্তাফ
১৪২.তোয়ালেTowelমিন্‌শাফা্‌হ্‌
১৪৩.হাত রুমালHandkerchiefমিনদিল
১৪৪.দরজাDoorবাব
১৪৫.ফার্নিচারFurnitureআছাছ
১৪৬.রেফ্রিজারেটরRefrigeratorবাররাদ/ছাল্লাজাহ
১৪৭.টেলিভিশনTelevisionতালফিযিয়ুন
১৪৮.গোসলখানাBathroomহাম্মাম
১৪৯.রেডিওRadioরাদিয়ু/মিযইয়া
১৫০.কার্পেটCarpetsছাজ্জাদ
১৫১.বিছানাBedছাবির
১৫২.জানালাWindowশুব্বাক
১৫৩.সাবানSoapছাবুন
১৫৪.প্লেত/থালাPlateছাহন
১৫৫.টেবিলTableতাওয়েলাহ
১৫৬.পাতিলPotতানজারাহ
১৫৭.মেট্ট্রেসMattressফিরাশ
১৫৮.কক্ষRoomগুরফাহ
১৫৯.ডাইনিংরুম/খাবার ঘরDining roomগুরফাতু তয়াম

সহজে আরবি ভাষা শেখার নিয়ম

১৬০.শয়ন কক্ষBed roomগুরফাতু নাউম
১৬১.কাপCupফিনজান
১৬২.হলHallকা’আহ
১৬৩.চেয়ারChairকুরছি
১৬৪.কম্বলQuiltলিহাফ
১৬৫.আয়নাMirrorমিরয়াহ
১৬৬.চিরুনিCombমুশত
১৬৭.রান্নাঘরKichenমাতবাখ
১৬৮.বালিশPillowওছাদাহ
১৬৯.এসিAir Conditionerমোকায়েব

আরবিতে সপ্তাহের ৭ দিনের নাম

ক্রমবাংলাইংরেজিবাংলায় আরবি উচ্চারন
১.রবিবারSundayইয়াওমুল আহাদ
২.সোমবারMondayইয়াওমুল ইছনাইন
৩.মঙ্গলবারTuesdayইয়াওমুল ছুলাছা
৪.বুধবারWednesdayইয়াওমুল আরবেয়া
৫.বৃহস্পতিবারThursdayইয়াওমুল খামিস
৬.শুক্রবারFridayইয়াওমুল জুম্‌আ
৭.শনিবারSaturdayইয়াওমুল সাব্‌ত

আরবিতে ফলের নাম

ক্রমবাংলাইংরেজিবাংলায় আরবি উচ্চারন
১.ফলFruitফকহি
২.আনারসPineappleআনানাছ
৩.আমMangoমানজা/আনাজ
৪.তরমুজMelonবিত্বিখ
৫.কমলাOrangeবুরতুকাল
৬.খেজুরDateতামার
৭.আপেলAppleতুফফাহ
৮.আঙুরGrapeইনাব
৯.কিসমিসCurratঐযিব
১০.কলাBananaমাউষ
১১.পেঁপেPaipaপাপায়া
১২.গাজরCarrotজাজার
১৩.লিচুLichiলিচি
১৪.লেবুLemonলেমন
১৫.নারিকেলCoconatনারজেল
১৬.কাঁঠালJackfruitকাস্তাল
১৭.শশাCucumberখেয়ার
১৮.টমেটোTomatoবেনাডুরা

আরবিতে ইংরেজি ১২ মাসের নাম

ক্রমবাংলাইংরেজিবাংলায় আরবি উচ্চারন
১.জানুয়ারিJanuaryইয়ানায়েব
২.ফেব্রুয়ারিFebruaryফেবরায়ের
৩.মার্চMarchমারেছ
৪.এপ্রিলAprilআবরিল
৫.মেMayম্যায়ু
৬.জুনJuneইউনিও
৭.জুলাইJulyইউলিও
৮.আগস্টAugustআগসতাস
৯.সেপ্টেম্বরSeptemberছেবতাম্বর
১০.অক্টোবরOctoberঅকতুবর
১১.নভেম্বরNovemberনওফেম্বর
১২.ডিসেম্বরDecemberদীসাম্বর

আরবি ক্যালেন্ডারের ১২ মাসের নাম

ক্রমইংরেজিবাংলায় আরবি উচ্চারন
১.Moharramমহরম
২.Safarসফল
৩.Robiul Awalরবিউল আউয়াল
৪.Rabius Saniরবিউস সানি
৫.Jamadiul Awalজমাদিউল আউয়াল
৬.Jamadius Saniজমাদিউস সানি
৭.Rajabরজব
৮.Shabanশাবান
৯.Ramjanরমজান
১০.Shawalশওয়াল
১১.Jelkadজিলক্বদ
১২.Jilhajজিলহজ্জ

আরবি গণনা / সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত

(১) অহেদ
(২) ইতনেন
(৩) তালাতা
(৪) আরবা
(৫) খামছা
(৬) ছিত্তা
(৭) ছাবা
(৮) তামানিয়া
(৯) তিছা
(১০) আশরা

(১১) ইদাস
(১২) ইতনাস
(১৩) তালা তাস
(১৪) আরবা তাস
(১৫) খামছা তাস
(১৬) ছিত্তাস
(১৭) ছাবা তাস
(১৮) তামানিয়া তাস
(১৯) তিছা তাস
(২০) আশরিন

ওমান প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা

(২১) অহেদ অশরিন
(২২) ইতনেন অশরিন
(২৩) তালাতা অশরিন
(২৪) আরবা অশরিন
(২৫) খামছা অশরিন
(২৬) ছিত্তা অশরিন
(২৭) ছাবা অশরিন
(২৮) তামানিয়া অশরিন
(২৯) তিছা অশরিন

(৩০) তালাতিন
(৩১)অহেদ তালাতিন
(৩২) ইতনেন তালাতিন
(৩৩) তালাতা তালাতিন
(৩৪) আরবা তালাতিন
(৩৫) খামছা তালাতিন
(৩৬) ছিত্তা তালাতিন
(৩৭) ছাবা তালাতিন
(৩৮) তামানিয়া তালাতিন
(৩৯) তিছা তালাতিন
(৪০) আরবাইন


বাহরাইন প্রবাসীদের আরবী ভাষা শিক্ষা

(৪১)অহেদ আরবাইন
(৪২) ইতনেন আরবাইন
(৪৩) তালাতা আরবাইন
(৪৪) আরবা আরবাইন
(৪৫) খামছা আরবাইন
(৪৬) ছিত্তা আরবাইন
(৪৭) ছাবা আরবাইন
(৪৮) তামানিয়া আরবাইন
(৪৯) তিছা আরবাইন
(৫০) গামছিন

(৫১) অহেদ খামছিন
(৫২) ইতনেন খামছিন
(৫৩) তালাতা খামছিন
(৫৪) আরবা খামছিন
(৫৫) খামছা খামছিন
(৫৬) ছিত্তা খামছিন
(৫৭) ছাবা খামছিন
(৫৮) তামানিয়া খামছিন
(৫৯) তিছা খামছিন
(৬০) ছিত্তিন

(৬১) অহেদ ছিত্তিন
(৬২) ইতনেন ছিত্তিন
(৬৩) তালাতা ছিত্তিন
(৬৪) আরবা ছিত্তিন
(৬৫) খামছা ছিত্তিন
(৬৬) ছিত্তা ছিত্তিন
(৬৭) ছাবা ছিত্তিন
(৬৮) তামানিয়া ছিত্তিন
(৬৯) তিছা ছিত্তিন
(৭০) ছা’বাইন

(৭১) অহেদ ছা’বাইন
(৭২) ইতনেন ছা’বাইন
(৭৩) তালাতা ছা’বাইন
(৭৪) আরবা ছা’বাইন
(৭৫) খামছা ছা’বাইন
(৭৬) ছিত্তা ছা’বাইন
(৭৮) তামানিয়া ছা’বাইন
(৭৯) তিছা ছা’বাইন

(৮০) তামানিন

(৮১) অহেদ তামানিন
(৮২) ইতনেন তামানিন
(৮৩) তালাতা তামানিন
(৮৪) আরবা তামানিন
(৮৫) খামছা তামানিন
(৮৬) ছিত্তা তামানিন
(৮৭) ছাবা তামানিন
(৮৮) তামানিয়া তামানিন
(৮৯) তিছা তামানিন
(৯০) তিছাইন

(৯১) অহেদ তিছাইন
(৯২) ইতনেন তিছাইন
(৯৩) তালাতা তিছাইন
(৯৪) আরবা তিছাইন
(৯৫) খামছা তিছাইন
(৯৬)ছিত্তা তিছাইন
(৯৭) ছাবা তিছাইন
(৯৮) তামানিয়া তিছাইন
(৯৯) তিছা তিছাইন
(১০০) মিয়া


আরবিতে খাবারের নাম

ক্রমবাংলাইংরেজিবাংলায় আরবী উচ্চারন
১.ভাত, চাউলRiceরুজ
২.রুটিBraadখুব্‌জ
৩.আটাFlourদাক্কিক, হাব্বা
৪.ময়দাFine Flourদাক্কিক, ফিনু
৫.দুধMilkহালিব
৬.ডিমEggবাইদাহ
৭.গোস্ত, মাংসMeatলাহাম
৮.গরুর মাংসBeefলাহামুল বাক্কার
৯.খাসির মাংসMuttonলাহামুল গানাম
১০.ডালPulsesআদাস
১১.খানাFoodতাআম
১২.চিনিSugarসুক্কার
১৩.মাছFishসামাক
১৪.সকাল বেলার নাস্তাBreak Fastফুতুর
১৫.দ্বিপ্রহরের আহারLunchগাদা
১৬.রাতের আহারDinnerআশা
১৭.চাTeaশাই
১৮.পানিWaterমা/মই/মিয়া/মুয়া
১৯.পিঁয়াজOnionবাছাল
২০.রসুনGarlicছাওম
২১.আদাGingerজানজাবিল
২২.লবনSaltমিল্হ
২৩.তেলOilজাইত
২৪.হলুদTurmericকুরকুযম
২৫.জিরাCumin Seedকামুন
২৬.হালকা খাবারSnacksওয়াজবাত খাফিফা

সহজে আরবি ভাষা শেখার নিয়ম


আরবি শেখা – কোথা থেকে শুরু করবো?    

এটি আপনার নিজের ওপরে নির্ভর করে। আপনি আপনার আরবি ভাষার জ্ঞান দিয়ে কি করতে চান? একজন বক্সার তার লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে। একজন দৌড়বিদ দৌড় প্রতিযোগীতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে থাকে। একজন দৌড়বিদ যদি একজন বক্সারের মতো প্রস্তুতি গ্রহণ করে, তাহলে সে দৌড় প্রতিযোগীতায় জয়ী হওয়ার লক্ষ্যে পৌছাতে পারবেনা। একইভাবে, একজন বক্সার যদি একজন দৌড়বিদের মতো প্রস্তুতি গ্রহণ করে তাহলে সে তার লড়াইয়ে জেতার মতো শক্তিবল পাবেনা। সুতরাং, এই দৃষ্টিকোণ থেকে নিজেকে প্রশ্ন করুন, “আমি আরবি শিখে কি করতে চাই?”। যদি আপনি শুধুমাত্র পত্রিকা পড়তে চান, তাহলে এই এখানে উল্লিখিত বিষয়গুলো আপনার জন্য খুব বেশি সহায়ক হবেনা। একই কথা বলা যেতে পারে তাদের সম্পর্কে যারা আরবিভাষী কোনো দেশে ডাক্তার বা রসায়নবিদ হতে চান। যদি আপনার আরবি শেখার উদ্দেশ্য হয় আপনার সৃষ্টিকর্তা ও নবী (সাঃ) এর বাণী বোঝার উদ্দেশ্যে, এবং আলেমদের থেকে যে জ্ঞান এসেছে তা বোঝার উদ্দেশ্যে, তাহলে এই উপদেশগুলো ইন শা আল্লাহ আপনার কিছুটা কাজে আসবে।

আরবি ভাষা শিক্ষা দুবাই সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান

চিন্তা-ভাবনা করার মতো কিছু বিষয় উল্লেখ করা হলো:

১। আপনাকে আরবি দিয়েই আরবি বুঝতে হবে।

২। নিজে একজন ভাষা অনুবাদকারী হওয়া এর উদ্দেশ্য নয়।

৩। এমন কোনো “একটি বই” নেই যা আপনাকে আরবির সব বিষয় শেখাবে।

৪। বিগত ১৪০০ বছর ধরে আফ্রিকা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অনারবরা আরবি ভাষা শিখে আসছে। সুতরাং এটি ধারণা করা ভুল যে, আমরা শিখতে পারবোনা যেমনিভাবে তারা পূর্বে শিখে এসেছে।

৫। আরবি শেখার প্রচলিত পদ্ধতিগুলো পরীক্ষিত এবং সত্য। সুতরাং, নতুন কোনো পদ্ধতিতে ভাষাটি শেখার কোনো প্রয়োজন নেই।

probasi arbi sikkha ১৫ দিনে আরবি ভাষা শিখুন Arbi shikkha আরবি ভাষা প্রবাসী আরবি

৬। আপনি কেবলমাত্র একটি দিক শিখেই আরবি শিখতে পারবেননা। এর মাধ্যমে আমি যা বোঝাতে চাইছি তা হলো, শুধুমাত্র ব্যকরণ শিখলেই আপনি আরবি শিখতে পারবেননা। আর যদি আপনি শুধু শব্দভান্ডার শিখতে থাকেন, তাহলেও আপনি প্রকৃতপক্ষে আরবি শিখতে পারবেননা। আপনাকে পুরোটাই গ্রহণ করতে হবে।

কোথা থেকে শুরু করতে হবে?

বাস্তবতা হলো, পশ্চিমা বিশ্বে একজন ভালো শিক্ষক, দৃঢ় সংকল্প, সময়, আরব এবং আরবিভাষী ভাই-বোনদের সংস্পর্শ ছাড়া আরবি শেখা বড়ই মুশকিল। আমার ব্যক্তিগত অভিমত হলো, যে কারো উচিত “বিনআ আল-আফ’আল” বইটির “সরফ” এর প্রাথমিক অনুশীলনীগুলো থেকে শুরু করা। প্রাথমিক পর্যায়ে সরফ শেখা অনারবদের জন্য সবচেয়ে উত্তম। প্রকৃতপক্ষে এই পদ্ধতিতেই  তুরস্ক, ভারত, পাকিস্তানসহ অনারব মুসলিম বিশ্বে আরবি শেখানো হয়ে থাকে। মৌলিক সরফ শেখা, একজন ব্যক্তিকে অভিধানের যথার্থ প্রয়োগ করতে সহায়তা করবে, যাকে সে এই সময়গুলোতে নিত্য সঙ্গী হিসেবে পাবে। (বিঃদ্রঃ আরবি থেকে ইংরেজির সন্দেহাতীতভাবে সর্বোত্তম অভিধান হলো হ্যানস-ওয়ার।) একজন শিক্ষার্থীর উচিত ক্রিয়ার মৌলিক গঠন শেখা এবং অভিধানের প্রয়োগে মৌলিক দক্ষতা অর্জন করা। এরপর সে আরো অনেককিছু শিখতে প্রস্তুত হবে এবং খুব সহজেই শব্দগুলো খুজে বের করতে পারবে।

এরপর শিক্ষার্থীদের উচিত মৌলিক ব্যকরণ শেখা। এক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য “আল-আজরুমিয়াহ” বইটি প্রযোজ্য। এই ছোট বইটিতে ব্যকরণের মৌলিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যা কিনা আরবি শেখার ক্ষেত্রে অপরিহার্য। কিছু কিছু ভাইয়েরা “আল-আজরুমিয়াহ” বইটি থেকে এমন কিছু বিষয় আয়ত্ত করেছেন যা অনেকক্ষেত্রে আরবির ৩য় বর্ষের কলেজ পড়ুয়া ভাইয়েরাও আয়ত্ত করতে পারননি। যে কারো উচিত একজন ভালো শিক্ষকের সান্নিধ্যে বইটি শেখা যিনি তাকে ব্যকরণের বিস্তারিত বিষয়াদিতে না গিয়ে বইটির মৌলিক বিষয়গুলো শিক্ষা দিবেন। আমরা আগেই উল্লেখ করেছি যে শুধুমাত্র ব্যকরণ শেখাই যথেষ্ট নয়, বরং আপনাকে জানতে হবে কিভাবে শব্দ বাছাই করতে হবে যাতে করে আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। এই বিষয়টি অনেক সময়সাপেক্ষ, কোনো কোনো ক্ষেত্রে বছরের পর বছর লেগে যেতে পারে। এক্ষেত্রে কিছু বাস্তবিক উপদেশ উল্লেখ করা হলোঃ

১। আপনাকে যথাসম্ভব পড়তে হবে। আরবির অন্যান্য বিষয়ে ছোট ছোট বই পড়তে শুরু করুন। একটি নোটপ্যাডে নতুন নতুন শব্দগুলো লিখে রাখুন। যখনই আপনি অভিধানে কোনো শব্দ খুজেন, তখন পেন্সিল দিয়ে তার নিচে দাগ দিয়ে রাখুন। আপনি যদি পরবর্তীতে শব্দটি আবার খুঁজেন এবং তার নিচে পেন্সিলের দাগ দেওয়া দেখতে পান, তাহলে আপনাকে অবশ্যই সেই শব্দটি মুখস্ত করতে হবে। কারণ সম্ভাবনা আছে যে, আপনি আবারো সেই শব্দটি দেখবেন। শব্দগুলোর ইংরেজি অর্থগুলো যে বইটি আপনি পড়ছেন সেখানে লিখে রাখবেন না। কারণ এভাবে আপনি শুধু ইংরেজি অর্থগুলোই পড়বেন প্রকৃত আরবি শব্দগুলো বাদ দিয়ে।

২। আপনাকে শুনে শুনে শিখতে হবে। এভাবে আপনি জানতে পারবেন যে কিভাবে আরবি বলা হয়ে থাকে এবং নানা চিন্তা-ধারণা ব্যক্ত করা হয়ে থাকে। সবচেয়ে ভালো হয় যদি আপনি শুনে শুনে এমনভাবে কাজ করেন যেন আপনি যা শুনছেন তার সবকিছুই বুঝতে পারছেন। যদি আপনি কোনো বক্তা খুজে না পান, তাহলে কিছু আলেম ও শিক্ষার্থীদের ক্যাসেট কিনতে পারেন। কিছু সুস্পষ্ট বক্তা হলেন, শায়খ মুহাম্মাদ আল উসাইমিন, শায়খ আল আলবানি, শায়খ মুহাম্মাদ আল মুখতার আশ শিনকিতি এবং শায়খ সালিহ আল আশ শায়খ। যাদের বক্তব্য খুব সুস্পষ্ট নয় তাদেরও বক্তব্য শোনা উচিত। এর মাধ্যমে শ্রবণ দক্ষতায় পাণ্ডিত্য অর্জিত হবে। এরকম কিছু বক্তা হলেন, শায়খ আব্দুল আযিয ইবনে বায, শায়খ জিবরিন ও শায়খ ওয়াইজ আল কারনি।

৩। কুরআন শুনুন এবং বোঝার চেষ্টা করুন।

৪। আরবি দিয়েই আরবি ভাষা বোঝার চেষ্টা করুন। তাদের মতো হবেননা যারা সবকিছু নিজের মাতৃভাষায় অনুবাদ করতে চায়। এটি কিছুটা সময় নিবে, কিন্তু আরবি ভাষা যেমন সেটিকে তেমনিভাবে বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

৫। সেসব আরবদের সাথে যত বেশি সম্ভব কথা বলুন যারা আপনার ভুল শুধরিয়ে দিবে এবং শিখতে সহায়তা করবে।

৬। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় পড়তে থাকা। আপনি যদি না পড়েন তাহলে কখনোই ভাষার ওপর পাণ্ডিত্য অর্জন করতে পারবেননা। আপনাকে অনিচ্ছা থাকা সত্ত্বেও পড়তে হবে। পড়া আপনাকে দ্বীনের বিভিন্ন শাস্ত্রের আভাস দিবে এবং আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করবে।

৭। প্রাথমিকভাবে আপনার মূল লক্ষ্য রাখুন বোঝার দিকে। আমাদের অনেকেই নিজের ধারণার চেয়ে বেশি শব্দ জানি যা আরবদের সাথে আলাপচারিতা ক্ষেত্রে ব্যবহারের চিন্তাও করিনা। ইংরেজির ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারেন।

৮। আরবি শেখার ক্ষেত্রে নিজেকে নিম্নোক্ত উপায়ে যাচাই করুনঃ

১ম স্তরঃ প্রথম তিন মাসে “কিসাস আন-নাবিইন” পড়া এবং বোঝা।

২য় স্তরঃ ২য় তিন মাসে শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) এর “আল-আকিদা আস-সাহিহা ওয়া মা ইয়ুদাদ্দুহা” পড়া ও বোঝা।

৩য় স্তরঃ পরের তিন মাসে “তাফসির ইবনে কাসির” পড়া ও বোঝা।

৪র্থ স্তরঃ ৪র্থ তিন মাসে ‘ফাতহ আল-মাজিদ, শারহ কিতাব আত-তাওহিদ” পড়া ও বোঝা।

৫ম স্তরঃ ৫ম তিন মাসে ইমাম ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) এর “আল ফাওয়াইদ” পড়া ও বোঝা।

৬ষ্ঠ স্তরঃ ৬ষ্ঠ তিন মাসে শায়খ বাকর আবু যাইদ এর “হিলইয়াহ তালিবিল-ইলম” পড়া ও বোঝা। অনেকে উল্লিখিত বইয়ের তালিকার ব্যাপারে দ্বীমত পোষণ করতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন মানুষ ১৮ মাসে এই কিতাবগুলো (কিছু শব্দগুচ্ছ বাদে) বুঝতে পারবে। ইংরেজি বই এবং লেকচার থেকে দূরে থাকুন। এগুলো থেকে বিরত থাকলে আপনার শেখার মনোযোগ বাড়বে।

উচ্চশিক্ষা

আরবিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য একজন ব্যক্তিকে নিম্নোক্ত পথে হাঁটতে হবেঃ

১। ব্যাকরণঃ “আত-তুহফাহ আস-সানিয়াহ বি শারহিল-মুকাদদিমাতি আল-আজরুমিয়াহ” বইটি দিয়ে শুরু করুন। এটি সম্ভবত আজরুমিয়াহ এর ব্যাখ্যায় শ্রেষ্ঠ বই। এরপরে ইবনে হিশাম এর “শারহ কাতর আন-নাদা” বইটি পড়ুন। এরপরে কেউ ইচ্ছা করলে আলফিয়াহ ইবনে মালিক পড়তে পারে। “জামি দুরুস আল-আরাবিয়াহ” আরেকটি ভালো বই।

২। সরফঃ “বিনা আল-আফআল” বইটি দিয়ে শুরু করুন। এরপরে “আল-মাকসুদ” পড়ুন। আরো উচ্চতর জ্ঞান হাসিলের জন্য ইবনে মালিকের সারফের উপর লিখিত কবিতা, “লামিয়াহ আল-আফ’আল” শিখুন।

৩। বালাগাহঃ “আল-বালাগাহ আল-ওয়াদহিহাহ” বইটি দিয়ে শুরু করুন। এরপরে কেউ চাইলে সুয়ুতি কর্তৃক লিখিত “উকুদ আয-যিমাম” বইটি পড়তে পারেন।

আল্লাহর কিতাব ও রাসুলের (সাঃ) এর সুন্নাহের পরে ভাষার (আরবি) মজবুতি অর্জনের জন্য সবচেয়ে ভালো বই হলো ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) ও ইবনে রাজাব আল-হাম্বালি (রাহিমাহুল্লাহ) এর বইসমূহ। আরবি শেখার জন্য যেকোনো একটি বইয়ের ওপরে নির্ভর হয়ে থাকবেন না। মদিনা বুকস আমার মতে যথেষ্ট নয়। এই উপদেশগুলো গ্রহণ করে আল্লাহর কাছে তৌফিক কামনা করুন, অগ্রগতি দেখতে পাবেন ইন শা আল্লাহ।

আর আল্লাহই ভালো জানেন।

সবিশেষ, আপনারা যাতে আরবীতে খুব অল্প সময়ে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারেন সে জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা এ পোস্টের সাহায্যে নিত্য প্রয়োজনীয় সকল ভাষা খুব অল্প সময়েই শিখতে পারবেন।