মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৪জন অধম্য মেধাবী ছাত্রকে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় রাজনগর থানার পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
৩০ এপ্রিল শনিবার,রাজনগর থানা পুলিশের আয়োজনে থানার অফিসার ইনচার্জ এর হল রুমে ৪০তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান ও রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মুহিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদ বকস, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।
রাজনগর উপজেলার ৪জন অধম্য মেধাবী হলেন উপজেলার কামারচাক ইউনিয়নের দস্তিদারের চক গ্রামের মুন্না রানী চন্দ (প্রশাসন ক্যাডার), টেংরা ইউনিয়নের হংসখলা গ্রামের পুলক কুমার দেব (সাধারণ শিক্ষা ক্যাডার), পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামের আশরাফুল ইসলাম সায়েম (সাধারণ শিক্ষা ক্যাডার), মনসুরনগর ইউনিয়নের শাসমহল গ্রামের অনুপম দত্ত (সাধারণ শিক্ষা ক্যাডার) ।