ঢাকাSunday , ১ মে ২০২২

হরিরামপুরে যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ

সাকিব আহমেদ (মানিকগঞ্জ) :
মে ১, ২০২২ ২:৫৫ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের হরিরামপুরে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক অ্যাড. রাসেল হোসেন।

রোববার (১’মে) দুপুরে বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি। পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা উপহারের মধ্যে অসহায় ও দুঃস্থ ২০০ পরিবারের মাঝে শাড়ি-কাপড় ও লুঙ্গি, ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও দলীয় নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি উপহার হিসেবে দেয়া হয়।

এ প্রসঙ্গে অ্যাড. রাসেল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে “প্রতি বছরই ঈদ সহ বিভিন্ন উৎসবে এলাকার অসহায় মানুষদের মাঝে ন্যূনতম হলেও কিছু সহযোগিতা করার চেষ্টা করি। এছাড়াও দলীয় নেতাকর্মী ও কাছের মানুষদের কিছু শুভেচ্ছা উপহার দিতে হয়। তারই ধারাবাহিকতায় এবছরও আমার এই ইদুল ফিতরের শুভেচ্ছা উপহার বিতরণ৷”

এ সময়ে, সমাজের বিত্তবানদের প্রতি পদ্মা ভাঙন কবলিত হরিরামপুরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।