ঢাকাSunday , ১ মে ২০২২

সিরাজগঞ্জ বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জাকির

নিউজ পোর্টাল ২৪
মে ১, ২০২২ ১২:১৯ অপরাহ্ন
Link Copied!

মারুফ সরকার, ঢাকা:: সিরাজগঞ্জ বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও খাসখবর২৪কম এর প্রকাশক মো: জাকির হোসেন। তিনি বলেন, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ বাসীকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ “ঈদ মোবারক”।

তিনি আরও বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্নসংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির ।’ তিনি বলেন, ‘এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন ।’

এছাড়া পবিত্র ঈদ উল ফিতরের এই আনন্দ ঘন মুহুর্তে আমাদের প্রাণ প্রিয় পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপন দাতা, শুভাকাংখী, শুভানুধ্যায়ী, সাংবাদিক, কলামিষ্টসহ সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।