মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি খাসজমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন - News Portal 24
ঢাকাThursday , ২৬ মে ২০২২

মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি খাসজমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

নিউজ পোর্টাল ২৪
মে ২৬, ২০২২ ১১:৫৫ অপরাহ্ন
Link Copied!

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের টেপরী বাজারের সরকারি খাস জায়গা দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও সরকারি কর্মকর্তাসহ ভূমি কর্মকর্তাদের যৌথ অভিযানে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিন মিয়া।

কলিয়া ইউনিয়নের টেপরী মৌজার আরএস ৪৫৮ দাগের ১নং খাস খতিয়ানের ৩ শতাংশ জমি দুইজন ব‍্যাক্তি দীর্ঘ ১০বছর যাবত ভোগদখল করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে আজ দুপুরে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ রবিন মিয়া। দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পর অভিযান সমাপ্ত হয়।

এবিষয়ে এলাকা বাসীরা বলেন, এই ঘরটি সরকারি প্রয়োজনে জায়গা খালি করলে আমাদের কোনো আপত্তি নাই।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রবিন মিয়া বলেন, সরকারি সম্পত্তিতে দুইজন লোক ৩ শতাংশ জমিতে অবৈধ ভাবে ঘর উঠিয়ে দোকান করায় তার দোকানটি আজ আমরা সরিয়ে নিতে বলি। সরিয়ে নিতে দেরি করায় আমরা অভিযান পরিচালনা করে সরকারি জায়গাটি দখল মুক্ত করি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান বলেন, জেলা প্রশাসক স‍্যারের নির্দ্দেশে সরকারি যে সমস্ত জায়গায় মানুষ অবৈধ দখল করেছে আমরা উপজেলা প্রশাসন নিয়ামিত অভিযান চালিয়ে সরকারি জায়গায় দখল মুক্ত করছি।আজ আমরা দৌলতপুর উপজেলার টেপরী বাজারের ৩ শতাংশ জমিতে দুই ব‍্যাক্তি দোকান উঠিয়ে দখল করায় আজ পুলিশ, ফারসার্ভিস, অস্ত্রধারী আনসার, গ্রাম পলিশসহ সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করেছি। আমরা গত দুই সপ্তাহে ও চকহরিচরণ মৌজায় ৭শতাংশ জমিতে ৭টি দোকানের জায়গা দখল মুক্ত করেছি যার আনমানিক মূল‍্য প্রায় ৭০লক্ষ টাকা ও দৌলতপুর বাজারে হাফ শতাংশ জমি যার আনমানিক মূল‍্য প্রায় ১০লক্ষ টাকা। আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে।