একদিকে সর্বত্র চলছে ঈদুল ফিতরের আনন্দঘন সময়। অন্যদিকে সংসার ভেঙ্গে নতুন সংসার করতে না পারার দুঃখে ঈদের পরদিন দোলা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার।
বুধবার বেলা ১১টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর মহল্লায় ওই ছাত্রীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
আত্মহননের পথ বেছে নেয়া দোলা খাতুন ওই মহল্লার রেজাউল বেপারীর মেয়ে এবং কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
কলেজছাত্রী আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো: শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় চার বছর আগে দোলা খাতুনের সাথে জেলার উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ গ্রামের এক ব্যক্তির সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তবে বিয়ের আগেই এলাকার এক তরুণের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
এদিকে বিয়ের পরও ওই প্রেমিকের সাথে দোলার পরকীয়া চলতে থাকার জেরে তিন বছরের বেশি হলেও শেষ পর্যন্ত আর টেকেনি দোলার প্রথম সংসার। সেখানে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে দোলা তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু প্রেমিক বিয়েতে টালবাহানা করতে থাকে। বেশ কিছুদিন ধরে এভাবে চলতে থাকলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে দোলা বাবার বাড়ির নিজ ঘরে গালায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবকিছু দেখে ব্যবস্থা নেয়া হবে।