ঢাকাTuesday , ৩ মে ২০২২

নর্থ ইষ্ট ফিলাডেফিয়ায় ঈদ উদযাপন

নিউজ পোর্টাল ২৪
মে ৩, ২০২২ ৩:১০ অপরাহ্ন
Link Copied!

আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাঙ্গালি অধ্যুষিত নর্থ ইষ্ট ফিলাডেফিয়ায় বিপুল সংখ্যক বাঙ্গালিদের অংগ্রহণের ঈদ উদযাপন করা হয়।

চাঁদ রাত থেকেই ঈদের আমেজ লক্ষ করা যায় রাস্তাঘাট ও ঘরে ঘরে। বাঙ্গালি ও আশেপাশের দোকান গুলিতে ঈদের কেনাকাটায় ব্যস্ত থেকেছেন অনেকেই। এলাকায় ক্রমশ বাঙালীদের আগমন বাড়তে থাকায় ঈদের জামাত গুলোতে উপচে পড়া উপস্থিতি লক্ষ করা গেছে। এখানে বাঙ্গালি অধ্যুষিত মসজিদ মাদ্রাসা সহ প্রধান চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে প্রথম জামাত সিরাতুল জান্নাহ মাদ্রাসা মসজিদে সকাল ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সর্ববৃহৎ ঈদের জামাত নর্থ ইষ্ট ফিলাডেফিয়া ইসলামিক সেন্টারে সকাল ৮:৩০ মিনিটে এবং মসজিদ ত্বাকওয়া ইসলামিক সেন্টারে সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ এডুকেশন এন্ড স্পোর্টস এসোসিয়েশন অব পেনসিলভানিয়া (বেসাপ) কর্তৃক খোলা মাঠে ঈদের জামাত আয়োজন করা হয়। সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়া ঈদ জামাতে বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ করা গেছে।

এছাড়াও আশেপাশের পাকিস্থানি ও আরাবিক মসজিদ গুলোতে অনেকেই ঈদের নামাজ আদায় করেন।

মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে প্রতিটি জামাত শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।