ঢাকাWednesday , ৪ মে ২০২২

দৌলতপুরে এসএসসি ২০১২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
মে ৪, ২০২২ ১০:০৩ অপরাহ্ন
Link Copied!

মামুন আব্দুল, মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জের দৌলতপুরে এসএসসি ২০১২ ব্যাচের বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত। অনেকের সাথে অনেকের দেখা নাই, অনেক বছর হয়। জীবিকার তাগিদে অনেকেই জড়িয়েছে নানান পেশায়, নানান স্থানে, কেউ বা বিদেশেও পাড়ি দিয়েছে।

স্কুল জীবন পেরিয়ে গেলেও বন্ধুত্বের অটুট বন্ধনে তাঁরা হৃদয়ের অমলিন ভালবাসার টানে একত্রিত হয়ে (৪ মে) বুধবার দৌলতপুর সদরে অবস্থিত সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ে মাঠে ২০১২ ব্যাচের বন্ধুত্বের মিলন মেলা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই মাঠ গুছানো, ক্রিকেট খেলা, প্রীতিভোজ, ফাঁকে ফাঁকে আড্ডা এবং মুহূর্তে মুহূর্তে বন্ধুদের সংযোগ যেন সকাল থেকে সন্ধ্যা অবধি ছিলো স্কুল প্রাঙ্গণে উৎসব মুখরিত।

দীর্ঘদিন পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে হাসি ঠাট্টা, বাড়তি আনন্দের সীমা ছিলো না। বিভিন্ন বন্ধুদের বিভিন্ন রকম আবেগমিশ্রিত বক্তব্যও লক্ষ্য করা গেছে। এক বন্ধু আরেক বন্ধুর সাথে আলাপকালে বলেন, ’এমন অনুষ্ঠানে আসতে পারাতে আমি দুই চার বছর বেশিই বাচবো বলে মনে হচ্ছে।’

কর্মময় জীবনে নবপ্রান নবউদ্যোমে ফিরে আসে শৈশবের বন্ধুদের মুখগুলো একসাথে দেখলে অনেক দিন পর। বহুদিনের পুরোনো বন্ধুদের সাথে সেলফি উঠানোর কাজটি সকলেই খুবই উৎসাহ নিয়েই সেড়েছে। সর্বক্ষণ ফেইসবুক লাইভও ছিলো চলমান।

ফেইসবুক লাইভে মোঃ আপন মোল্লার উপস্থাপনায় প্রত্যেকের পরিচয় পর্বও হয়ে যায়। বন্ধুরা কে কোথায় কোন কর্মস্থলে আছে সবই হয় এই অনুষ্ঠানে। প্রায় শতাধিক বন্ধুরা উপস্থিত ছিলেন।

পরিশেষে ২০১২ ব্যাচের বন্ধুত্বের মিলন মেলা ঘোষনা দিয়ে সারাদিন ব্যাপী এই পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা দেন। প্রতিবছরে এমন আয়োজন এক বার ২০১২ ব্যাচ বন্ধুদের পুনর্মিলনী করার আশাবাদ ব্যাক্ত করা হয়। বন্ধুত্বের মিলন মেলার যারা নেতৃত্ব দিয়েছেন- তারা ২০১২ ব্যাচের ছাত্র উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান, সহ-সভাপতি মো. আপন মোল্লা, কলেজ ছাত্র লীগের সভাপতি শেখ হাসান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শাওন, শুভ, ওবায়দুল্লাহ, রাসেল সহ অনেকেই।