বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের ফুলবাড়ী’র উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মে) বিকেলে ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার মাঠে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লা মিয়া, শাহবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার, সংগঠনটির প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রনেতা ও সংবাদকর্মী আজিজুল হক নাজমুল, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, ছাত্রলীগ কর্মী মেহেদী পোদ্দার, স্বেচ্ছাসেবী সংগঠন ফুলবাড়ী ব্লাড ব্যাংক এন্ড হেল্পলাইনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আরিফ প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।