ঢাকাWednesday , ৪ মে ২০২২

ঠাকুরগাঁওয়ে ডি-হাট প্রিমিয়ার লিগ টি-টেন ক্রিকেট খেলার উদ্বোধন

নিউজ পোর্টাল ২৪
মে ৪, ২০২২ ১১:০০ অপরাহ্ন
Link Copied!

আব্দুস সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: খেলাধুলা করলে বাড়ে বল, মাদক ছেড়ে সবাই খেলতে চল। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ উপলক্ষে বিগত বছরের মতো এবারো ডি-হাট প্রিমিয়ার লীগ টি-টেন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ মে) ডি-হাট হাইস্কুল মাঠে এই ডি-হাট প্রিমিয়ার লিগ টি-টেন ক্রিকেট প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মো. শাহিনুর ইসলাম ও সাহেম আহাম্মেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মোখলেছুর রহমান (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডি-হাট), মো. আব্দুল মান্নান (বনিক সমিতির সভাপতি ডি-হাট), বিশেষ অতিথি, মো. আব্দুল কাদের জিলানী (সভাপতি, বাংলাদেশ জাতীয়পার্টি, ডি-হাট), মো. জুয়েল খান (বিশিষ্ট ব্যবসায়ী, ডি-হাট)

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার এবং এলাকাবাসী।

প্রধান অতিথি বলেন, এই খেলাধুলার মাধ্যমে আজ আমাদের দেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়েছেন।
তাই আমি বলবো যুব সমাজকে আসুন পড়াশোনা পাশাপাশি খেলাধুলা প্রতি মনোযোগী হয়। এবং সব খেলায় যেনো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ জন্য বিশেষভাবে অ্যাম্পিয়ার কে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হলো।

এ সময় ডি-হাট সুপার স্টার বনাম লিভিং লিজেন্ট ক্রিকেট দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মোট ৬ টিমের খেলা অনুষ্ঠিত হবে।