ঢাকাSunday , ১ মে ২০২২

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের কসাসের ঈদ উপহার প্রদান

নিউজ পোর্টাল ২৪
মে ১, ২০২২ ১০:২৮ অপরাহ্ন
Link Copied!

মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঈদ মানে খুসি ঈদ মানে আনন্দ এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার হিসেবে পোশাক দিয়েছে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন (কসাস)। পাশাপাশি সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী ও তাদের পরিবারের সদস্যদের শাড়ী দেওয়া হয়।

আজ (১ মে) রবিবার দুপুরে সরকারি কেসি কলেজে কসাস’র কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।

সে সময় শহরের বিভিন্ন এলাকার অর্ধ-শতাধিক শিশু ও তার পরিবারের মাঝে উপহার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মিনারুল ইসলাম মিনার, ব্যবসায়ী কাজী কামাল আহমেদ বাবু, সাবেক ছাত্রলীগ নেতা নিয়ামুল হক সবুজ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইনচার্জ আলমগীর হোসেন, কসাসের সাবেক সভাপতি প্রতাম আদিত্য বিশ্বাস আশ্রয় করে সভাপতি শুভ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সভাপতি হাসানুজ্জামান অন্তর।