জোঁক নিধনে কৃষকের পাশে এসিআই মটরস লিমিটেড - News Portal 24
ঢাকাSaturday , ২১ মে ২০২২

জোঁক নিধনে কৃষকের পাশে এসিআই মটরস লিমিটেড

নিউজ পোর্টাল ২৪
মে ২১, ২০২২ ১:৩০ পূর্বাহ্ন
Link Copied!

খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর বদলগাছীতে চলতি মৌসুমে ধানের জমিতে জোঁকের উপদ্রব বেড়ে যাওয়ায় উপজেলার শেরপুর গ্রামের কৃষকেরা বিপাকে পড়েছে।

এবারের ধান কাটার মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের কারনে ধান কাটার জমিতে জমে আছে পানি, আর সেই জমে থাকা পানিতে নতুন করে জোঁকের উপদ্রব বেড়েছে। এমন অবস্থায় সেই এলাকার কৃষক ধান কাটার জন্য পাচ্ছে না শ্রমিক।

শুক্রবার (২০ মে) এসিআই মটরস লিমিটেড উদ্যোগে পরীক্ষা মূলক শেরপুর গ্রামের আব্দুল লতিফ এর ১ বিঘা জমিতে স্প্রে করা হয়েছে জোঁক এর উপদ্রব কমানোর ঔষধ। কিছুক্ষণ পরেই সেই জমিতে ধান কাটতে শুরু করে এবং সুফলও পায় সেই কৃষক।

এবিষয়ে আব্দুল লতিফ বলেন আমার ধানের জমিতে প্রচুর পরিমান জোঁক দেখা দেওয়ায় শ্রমিকেরা ধান কাটতে চায়না। এমতাবস্থা আমার পাশে এসিআই মটরস লিমিটেড এসে জোঁক নিধন করার ঔষধ প্রয়োগ করার ফলে আর জোক নেই এরপরই ধান কাটতে শুরু করি।