ঢাকাSunday , ১ মে ২০২২

গোয়াইনঘাট বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারে হাকিম চৌধুরীর ঈদ উপহার

নিউজ পোর্টাল ২৪
মে ১, ২০২২ ১০:২৫ অপরাহ্ন
Link Copied!

গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

১ লা (রবিবার) দুপুরের দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ আলীর নেতৃত্বে রুস্তুমপুর ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এছাড়া পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, গোয়াইনঘাট সদর, মধ্যে জাফলং, পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, লেঙ্গুড়া, ডৌবাড়ী, ফতেহপুর, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা এসব ইউনিয়নে প্রয়াত বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন। অপর দিকে উপজেলার

নন্দীরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলীর উপস্থিতিতে নন্দীরগাঁও ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাজী ফরিদ আহমদ, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দল নেতা আব্দুল মুমিন, উপজেলা যুবদল নেতা জফুর আহমদ প্রমুখ।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরীর বালুচরে ওমান প্রবাসীর স্ত্রী খুন