ঢাকাTuesday , ৩ মে ২০২২

ঈদের প্রথম দিনে দর্শনার্থীদের ঢলে মুখরিত শেখ হাসিনা ধরলা সেতু

নিউজ পোর্টাল ২৪
মে ৩, ২০২২ ৬:৫৩ অপরাহ্ন
Link Copied!

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দোৎসব উপভোগ করতে মানুষ বেছে নিয়েছেন উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু ‘শেখ হাসিনা ধরলা সেতু’টি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সেতুটি অবস্থিত। উপজেলা সদর থেকে এর দূরত্ব দুই কিলোমিটার।

মঙ্গলবার ঈদের প্রথম দিন বিকালে ধরলার পাড়ে হাজারও মানুষের ভিড় দেখা গেছে।কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড় ছিল মানুষের ঢলে উৎসব মুখর।

আনন্দ উদযাপন করতে কেউ ঘুরছেন পায়ে হেঁটে, কেউ রিকশা, ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেলে। কেউ মেতেছেন মহিষের গাড়ি নিয়ে। আবার কেউ ডিঙ্গি নৌকায় চেপে ঘুরছেন ধরলার বুকে।

ঈদ উৎসবকে কেন্দ্র করে ধরলা পাড়ে বসেছে ছোটবড় দোকানের পসরা। পাওয়া যাচ্ছে ফুচকা, চানাচুর, আইসক্রিম, বেলুন, মেয়েদের চুড়ি-ফিতা। বিক্রিবাট্টাও হচ্ছে দেদারসে।

নদীর পাড়ে ঘুরতে আসা জসিম উদ্দিন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে আমরা কুড়িগ্রাম সদর থেকে এসেছি। এসে ভালো লাগছে। শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে পর্যটন কেন্দ্রের দাবি জানাচ্ছি।

লালমনিরহাট থেকে সোনালী আক্তার ও মোনালিসা এবং নাগেশ্বরী উপজেলা থেকে সাথী, জীবন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সঙ্গে এখানে এসেছি। সব মিলিয়ে আমরা এবারের ঈদ আনন্দটা উপভোগ করেছি।

উল্লেখ্য, শেখ হাসিনা ধরলা সেতুটি প্রায় ১৯২ কোটি টাকা ব্যয়ে ১৯টি স্প্যান বিশিষ্ট ৯৫০ মিটার পিসি গার্ডারের কাজ সম্পন্ন করে এলজিইডি। গত ২০১৮ সালের ৩ জুন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি’র উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক দুই চোরাকারবারি