ঢাকাSunday , ১ মে ২০২২

আমদিয়ায় ঈদ উপহার পেয়েছে দুই হাজার পরিবার

নিউজ পোর্টাল ২৪
মে ১, ২০২২ ১২:১১ অপরাহ্ন
Link Copied!

মাসুম পারভেজ জয়, নরসিংদী প্রতিনিধি:: আজ রবিবার (০১ মে) সকাল ১০ টায় মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে নরসিংদী দুই আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের নিজস্ব অর্থায়নে সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু।

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ সভাপতি মজিদ মিয়া, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রুবলে মিয়া সহ ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্য, কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, নরসিংদী দুই আসনের সাবেক সংসদ সদস্য কামরুল প্রিয় নেতা আশরাফ খান পোটনের নিকট আমি কৃতজ্ঞ। আজ আমার ইউনিয়নের দুই হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে তাদের আনন্দে আমি আনন্দিত। আর আমার ইউনিয়নবাসীর আনন্দই আমার সুখ। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে পলাশ মাটি ও মানুষের নেতা কামরুল আশরাফ খান পোটনকে ধন্যবাদ জানাচ্ছি।