ঢাকাWednesday , ৪ মে ২০২২

আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
মে ৪, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন
Link Copied!

সিলেট প্রতিনিধি:: সিলেটে মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির (গভঃ রেজি নং-এস-৯০২৩) সিলেট বিভাগীয় শাখার আয়োজনে নগরী আখালিয়া মদিনা মার্কেট অস্থায়ী কর্যালয়ে আজ( ০৪মে)মঙলবার বিকালে এক আলোচনা সভা ঈদ পূর্ণমীলনি অনুষ্ঠিত হয়েছে।

এতে মকবুল আলীর সভাপতিত্বে ও আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম রিপন, বিভাগীয় পরিচালক জোসেফ আলী চৌধুরী, জালালাবাদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল তালুকদার, আওয়ামী লীগ নেতা  আবুবক্কর পারভেজ, রাইসা ট্রেড ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান ডাঃ সানাউল্লাহ ভুইঁয়া, এটিএন বাংলার ভিডিও জার্নালিষ্ট  মেহেদী হাসান, কৃষ্ণ পদ দাস বাবু, সিলেট বিভাগীয় সমন্নয়ক আতাউর রহমান কাওছার,ও সিলেট জেলা শাখার অর্থনৈতীক সমন্বয়ক রবিউল ইসলাম মাছুম,সহ প্রমুখ।