ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রবিধান মেনে কার্যক্রম পরিচালনায় আইফোনে লাইটিং চার্জিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি পোর্টের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
ব্লুমবার্গের সূত্রের তথ্যানুযায়ী, বর্তমানে যে চার্জিং অ্যাডাপ্টারের উন্নয়নে কাজ করা হচ্ছে, সেগুলো পরবর্তী আইফোনগুলোয় সব প্রকার অ্যাকসেসরিজ ব্যবহারের সুবিধা দেবে। যেগুলোয় লাইটিং কানেক্টর থাকবে সেগুলোও চলবে। অর্থাৎ, এর মাধ্যমে লাইটিং থেকে ইউএসবি-সি অ্যাডাপ্টারে রূপান্তরিত হবে। যা বর্তমান আইফোনগুলোয় ক্রেডিট কার্ড স্ক্যানার ও ফ্ল্যাশ ড্রাইভ যুক্ত করা যাবে।
চলতি বছরেই নতুন কানেক্টরটি বাজারে আনবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। ২০২৩ সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা যাবে না। বর্তমান মডেলগুলোর জন্য লাইটিং কানেক্টর এ বছর চালু রাখা হবে। অ্যাপলের আইপ্যাড ও ম্যাক এরই মধ্যে লাইটিং কানেক্টরের পরিবর্তে ইউএসবি-সি পোর্টের ওপর নির্ভরশীল। আইফোনের জন্য সিস্টেমটি চালু হলে গ্রাহকরা সব ডিভাইসের জন্য একটি চার্জার ব্যবহার করতে পারবেন না।
অ্যাপলের এয়ারপডস, দ্য ম্যাগসেফ ব্যাটারি প্যাক, ম্যাগসেফ ডুও চার্জার ও অ্যাপল টিভি রিমোটে এখনো লাইটিং কানেক্টর ব্যবহার করা হয়। অন্যদিকে চার্জার, এক্সটার্নাল মাইক্রোফোন ও গাড়ির অ্যাডাপ্টারের মতো থার্ড পার্টি অ্যাকসেসরিজগুলো বিদ্যমান কানেক্টরই ব্যবহার করবে বলে জানা গেছে। তবে কানেক্টরের পরিবর্তন হলে থার্ড পার্টি অ্যাকসেসরিজের ডিজাইনেও পরিবর্তন আনতে হবে।
ব্লুমবার্গের তথ্যানুযায়ী, কানেক্টরের এ পরিবর্তন আইফোনের অ্যাকসেসরিজ বাজারে অ্যাপলের নিয়ন্ত্রণ সক্ষমতায় পরিবর্তন আনবে। কেননা প্রযুক্তি জায়ান্টটি এর আগে তাদের লাইটিং কানেক্টর ব্যবহারের জন্য থার্ড পার্টি অ্যাকসেসরিজ উৎপাদনকারীদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে মুনাফা অর্জন করেছে।