ঢাকাFriday , ২৯ এপ্রিল ২০২২

‘এই শিঙাড়া খেলেই বাড়বে যৌন উত্তেজনা!’ বিজ্ঞাপন দেখে লম্বা লাইন

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৯, ২০২২ ১০:১৫ অপরাহ্ন
Link Copied!

যৌন ক্ষমতা বৃদ্ধির সঙ্গে খাবারের একটা সম্পর্ক আছে। কোন ফল, সবজি বা বিশেষ কোন খাবার খেলে সেই ক্ষমতা বাড়ে। ‘এই শিঙাড়া খেলেই বাড়বে যৌন উত্তেজনা!’ এমন একটি বিজ্ঞাপন দেখেই দোকানে লম্বা লাইন।

সম্প্রতি একটি বিজ্ঞাপন নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর আনন্দবাজার প্রত্রিকা’র।

বিজ্ঞাপনে ইংরেজি এবং হিন্দি অক্ষরে লেখা, ‘শর্মাজি কে স্পেশাল সমোসে খাতে খাতে অর্গাজম হো জাইয়ে’।

তার দোকানের শিঙাড়া খেলেই নাকি যৌন উত্তেজনা বাড়বে! আর সেই বিজ্ঞাপন দেখে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়।

যৌন ক্ষমতা বৃদ্ধির সঙ্গে খাবারের একটা সম্পর্ক আছে। কোন ফল, সব্জি বা বিশেষ কোন খাবার খেলে সেই ক্ষমতা বাড়ে। কিন্তু শর্মাজি এই ধারণাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছেন। তা-ও আবার নিজের শিঙাড়ার বিজ্ঞাপনের মাধ্যমে। আর নেটমাধ্যমে তা ছড়িয়ে পড়তেই বিপুল চর্চা শুরু।

কিন্তু কে এই শর্মাজি? তার দোকানই বা কোথায়? তা কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এই বিজ্ঞাপন ঘিরে আবার নানা আলোচনাও হচ্ছে। ছবিটি ছড়িয়ে পড়ার পর হাজার হাজার লাইকও পড়েছে।