মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়।
এসময় শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাস ব্যাপী সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ উল ফিতর। ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।
তিনি এসময় আরো বলেন, অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানিকগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে জনগণের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিশেষে সকলের প্রতি রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।