ঢাকাThursday , ২৮ এপ্রিল ২০২২

মাধবদী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৮, ২০২২ ১:৩৭ অপরাহ্ন
Link Copied!

মাসুম পারভেজ জয়, নরসিংদী প্রতিনিধি:: গত ২৭ এপ্রিল বুধবার মাধবদী প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সংগঠন মাধবদী প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া ভিপি জসিম অসুস্থ থাকার কারণে মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজের সভাপতিত্বে মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হোসেন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ কে ফজলুল হক, সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক মোহা. শেখ সাদী, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ওবায়দুল রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী সদস্য মো. আল আমিন, রেজাউল করিম, মোহাম্মদ মুছা মিয়া, সদস্য জিএম মতিউর রহমান, মো. ছবির মিয়া, হুমায়ুন কবির ভূঁইয়া, মো. জাকারিয়া, মনিরুজ্জামান, দিনার চৌধুরী, হুমায়ুন মিয়া, মাসুম পারভেজ জয় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।

ইফতার ও দোয়া মাহফিলে মাধবদী প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া শেষে প্রেসক্লাবের সকল সদস্যদের ঈদ উপহার প্রদান করেন।