ঢাকাFriday , ২৯ এপ্রিল ২০২২

বিয়েবাড়িতে প্রেমিকের গুলিতে প্রেমিকা নিহত

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৯, ২০২২ ১১:৩৫ অপরাহ্ন
Link Copied!

বিয়েবাড়িতে এক কনেকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত যুবক নিহত কনের প্রেমিক ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের মথুরার মুবাররকপুর গ্রামে ঘটেছে এই ঘটনা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মুবাররকপুরের বাসিন্দা খুবি রামের মেয়ে কাজলের সঙ্গে নদিয়ার এক ছেলের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা।

খবরে বলা হয়েছে, অভিযুক্ত যুবক প্রথমে কনের পরিবারকে হুমকি দেয় এরপর বিয়ের অনুষ্ঠানের পর কনে তার রুমে গেলে তাকে গুলি করে।

কনের বাবা খুবি রাম বলেন, ‘জয় মালার’ পর আমার মেয়ে তার রুমে যায় এরপর অজ্ঞাত এক যুবক এসে তাকে গুলি করে।

কাজলের চোখে লাগে সেই গুলি, ঘটনাস্থলেই তিনি মারা যান। এসপি শ্রিশ চন্দ্র বলেন, তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।