ঢাকাFriday , ২৯ এপ্রিল ২০২২

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৯, ২০২২ ৯:০৭ অপরাহ্ন
Link Copied!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

এসময় ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়াদুদ আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মঈনুল হক খন্দকার, জামাল উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলী আহমেদ চৌধুরী লেবু, কাশীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাক আহমেদ, নাওডাংগা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম সাবু, বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হবিবর রহমান প্রামানিক সহ উপজেলার ছয় ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মেয়েরা এখন বাংলাদেশের সম্পদ : শহীদ জায়া শ্যামলী নাসরিন