ঢাকাFriday , ২৯ এপ্রিল ২০২২

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির হোসেন

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৯, ২০২২ ৬:৪৭ অপরাহ্ন
Link Copied!

মাধবদী শহরের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে মাধবদী শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির হোসেন।

এসময় তিনি বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর,পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে।

তিনি আরো বলেন, ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী—গরিব, উঁচু—নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে।

পরিশেষে সকল আওয়ামী নেতাকর্মীসহ মাধবদী থানার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।

ঈদ মোবারক , ঈদ মোবারক।

আরও পড়ুনঃ  মেয়েরা এখন বাংলাদেশের সম্পদ : শহীদ জায়া শ্যামলী নাসরিন