ঢাকাThursday , ২৮ এপ্রিল ২০২২

দৌলতপরে প্রধানমন্ত্রী পক্ষ থেকে এক হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন এমপি দূর্জয়

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৮, ২০২২ ২:০৮ পূর্বাহ্ন
Link Copied!

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জের দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় এক হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দূর্জয়।

মঙ্গলবার বিকাল ৩টা মানিকগঞ্জের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র ও অসহায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি কাপড় ও নগদ অর্থ ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, থানা অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল, কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, সাধারন সম্পাদক এস এম আতোয়ার রহমান প্রমুখ।