পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী , আল আমিন ফেব্রিক্স ও হাবিব উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী আল আমিন রহমান নরসিংদী সদর উপজেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এই দিনে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
তিনি আরো বলেন, প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব মন জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে, শুধু ঈদের দিনই নয় বরং এই বন্ধন জাগ্রত হোক প্রতি দিন। আর তা শুরু হোক এবারের পবিত্র ঈদ দিয়ে।
সকলের প্রতি রাইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।