ছবিই জানিয়ে দেবে, আপনি মানসিকভাবে নারী না পুরুষ - News Portal 24
ঢাকাTuesday , ২৬ এপ্রিল ২০২২

ছবিই জানিয়ে দেবে, আপনি মানসিকভাবে নারী না পুরুষ

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৬, ২০২২ ৪:৫৮ অপরাহ্ন
Link Copied!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি। সেসব ছবি অপটিক্যাল ইলিউশনের। আসলে এই ধরনের ছবি পরীক্ষা নেয় মানুষের মস্তিষ্কের। একটা ছবির মধ্যে লুকিয়ে থাকে অন্যসব ছবি। কে কোন ছবি দেখতে পাচ্ছে, তার ওপরেই নির্ভর করে সেই মানুষের ব্যক্তিত্ব!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ছবি। ছবিটি বিখ্যাত শিল্পী অক্টাভিও ওকাম্পোর আঁকা। যা জানিয়ে দিতে পারে আপনার মস্তিষ্কের খোঁজ!

এই ছবিতে লুকিয়ে রয়েছে চারটি বিষয়। প্রথমেই দেখা যাচ্ছে, ছবিটিতে রয়েছে একটি বড় মুখ। বড় মুখের সেই ছবিটি হলো একটি নারীর। এরপর দেখা যাচ্ছে যে, সেই ছবির মাঝখানে রয়েছে আরো এক নারীর ছবি। সেই ছবিতে সে বসে রয়েছে। ওই বড় মুখের দুপাশে তার চোখ দুটিতে রয়েছে দুজন পুরুষের ছবি। এর মধ্যে একজন পিছন করে রয়েছে এবং সামনে করে বসে রয়েছে।

এই চারটি বিষয় রয়েছে ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের এই ছবিতে। এবার এর মধ্যে কে প্রথম কী দেখতে পাচ্ছে, তার ওপরেই নির্ভর করছে অনেক কিছু। আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন এই ছবিতে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে যারা প্রথমেই দেখতে পাচ্ছেন বড় নারীর মুখের ছবি, তাদের মস্তিষ্ক হলো পুরুষ মস্তিষ্ক। যারা প্রথমেই দেখতে পাচ্ছেন অন্য ছবি, তাদের মস্তিষ্ক হলো নারীর মস্তিষ্ক।

তবে নারী ও পুরুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, সে সম্পর্কে কয়েক দশক ধরে গবেষণা চালাচ্ছেন স্নায়ুবিজ্ঞানীরা। প্রখ্যাত স্নায়ুবিজ্ঞানী ড্যাফনা জোয়েল তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে একটি পাঠ্যক্রমও চালু করেন। কিন্তু এই বিষয়টি নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন, লিঙ্গের ওপর নির্ভর করে মানুষের মস্তিষ্ক কেমন হবে তা বিচার করা উচিত নয় এবং এমন ভাবার মতো যথাযথ প্রমাণ এখনও নেই বলেই বিজ্ঞানীদের একাংশের মত।