ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরের বুরুঙ্গাবাজার ইউনিয়নের জামতলা বাজারে শেখ হাফিজ ফাউন্ডেশনের উদ্রোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারী রেজিস্টার এ সংগঠনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে এলাকার লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
গতকাল সকাল ১১টায় উপজেলার জামতলা বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আযাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত।
বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসের স্টাফ মশিউল আলম মুছা, সংগঠনের সহ সভাপতি মাস্টার হারুনুর রশিদ, মাস্টার সাইফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মুমিন, মেনন দেব, সংগঠনের সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান সুহেব, ধর্ম সম্পাদক মুহিবুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি আব্দাল মিয়া, বদরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য সেবুল আহমদ,কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সহ কোষাধ্যক্ষ আসাদ আলী, মধু খান, এনাম খান, রিপন মিয়া, দিলদার হোসেন, খালেদ আহমদ, ইউসুফ খান, মোহন মিয়া, জুবের আহমদ, আব্দুল হাদী, মনজু মিয়া, শেখ জাকির,ও জাবের আহমদ প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুল কাইয়ুম।