মাসুম পারভেজ জয়, নরসিংদী প্রতিনিধি:: ঈদ মানে হাসি, ঈদ মানে আনন্দ, আর এ আনন্দ আরো বেড়ে যায় যখন সমাজের সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফুটে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও মাহিলা সংরক্ষিত সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী নিজ অর্থায়নে অর্ধশতাধিক পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরন করেছে।
এসময় এমপি তামান্না নুসরাত বুবলী বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছরই সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করে থাকি। সমাজের সুবিধাবঞ্চিত পথশশিু যারা সব সময়ই দারিদ্রের বেড়াজালে আটকে থাকে। আশপাশের সবাই আনন্দ উৎসবে মেতে উঠলেও তারা পারে না। সেইসব শিশুদের মুখে একটু হাসি ফোটাতে আর ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।