প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য - News Portal 24
ঢাকাSaturday , ৫ মার্চ ২০২২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৫, ২০২২ ১০:০৩ অপরাহ্ন
Link Copied!

NP24TV তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ২১ জানুয়ারি ‘প্রতিহিংসায় শতাধিক গাছ কেটে ফেলল প্রতিপক্ষ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার। এক ভিডিও সাক্ষাৎকার ও প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, প্রতিবেদনে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আতাউর তালুকদার বলেন, আমার গ্রামের আমার মাধ্যমে উন্নয়ন মূলক কাজ দেখে কিছু লোকের অসহ্য ও হিংসা বিদ্বেষ পোষণ করতেছে আমাকে সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পরে লেগেছে। আমি তীব্র নিন্দা জানাই ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আবেদন যাচাই-বাছাই করে যেকোনো সিদ্ধান্ত নিবেন, ধন্যবাদ।

প্রতিবেদকের বক্তব্য: ২০২২ সালের ২১ জানুয়ারি গাছ কাটাসহ অন্যান্য ঘটনা সম্পর্কিত বিষয়াদির অভিযোগ নাছিমা বেগম  NP24TV কাছে স্বীকার করেছেন। তার বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ড NP24TV কাছে সংগ্রহে রয়েছে।

নাছিমা বেগম ও আং শহিদ এর ভিডিও বক্তব্য, বক্তব্যের অডিও রেকর্ড ও অন্যান্য প্রমাণাদি এনপি২৪ টেলিভিশনের হাতে রয়েছে।