You already have an Existing AdSense account সমস্যা ও সমাধান – News Portal 24
ঢাকাWednesday , ২ ফেব্রুয়ারী ২০২২
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

You already have an Existing AdSense account সমস্যা ও সমাধান

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২, ২০২২ ১০:৫৮ অপরাহ্ন
Link Copied!

You already have an Existing AdSense account সমস্যা ও সমাধান

আমরা অনেকেই আছি যারা Existing AdSense এর সমস্যাগুলো ফিক্স করতে পারতেছি না। আজকের আর্টিকেলটি মূলত তাদের জন্যই। আশা করবো আর্টিকেল শেষ আপনি এই সমস্যাটা ফিক্স করতে পারবেন।

বর্তমানে অনেকেই গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করে থাকে। আর এই অর্থ উপার্জন করার অন্যতম একটি উপায় হলো অ্যাডসেন্স অপ্রুভাল সাইট বিক্রি করে অর্থ উপার্জন করা।

You have an Existing Adsense account 2022

আজকে এখানে আমি Existing AdSense নামক একটি সমস্যা ও তার সমাধান কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরবো। আশা করি আর্টিকেলটি শেষ করলে আপনি এই সমস্যা আর পাবেন না।

How do Google know that I already have another AdSense account?

অর্থাৎ কিভাবে গুগল জানে আপনার আরো একটি গুগল অ্যাডসেন্স একাউন্ট আছে?

উপরের প্রশ্নটা আর এই সমস্যাটা হওয়ার কারন একই উত্তর। আমি নিজের পয়েন্ট করে করে উত্তরগুলো বা কারণগুলো দিয়ে দিচ্ছি। যেমন-

১. আপনার নামে যদি আরও জিমেইল থাকে।

২. আপনার ঠিকানাতে যদি আরও জিমেইল তথ্য থাকে।

৩. আপনার ব্যবহার করা ফোন নাম্বার দিয়ে ‍যদি আরও জিমেইল খোলা হয়ে থাকে।

৪. সাধারণত নাম, নাম্বার, ঠিকানা এর কারণেই উপরের Existing AdSense সমস্যাটি আসে।

Existing AdSense সমস্যার সমাধান

এই সমস্যাটা সাধারণ ভাবে অনেক বড় মনে হলেও এটা আসলে অনেক ছোট একটি বিষয়। আর এর সমাধানটাও আমি পয়েন্ট করে নিচে দিয়ে দিচ্ছি। যেমন-

১. আপনি নতুন নাম দিয়ে জিমেইল করবেন।

২. ঠিকানা একটু চেজ্ঞ করে দিবেন।

৩. নাম্বার চেষ্টা করবেন একদম ফ্রেশ ব্যবহার করার জন্য।

৪. নতুন নাম এবং নতুন ঠিকানা ও নাম্বার দিয়ে জিমেইল খুলে আবার আবেদন করলে উপরের Existing AdSense এর সমস্যাটা আর আসবে না আশা করি।

অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আমি এবার সাধারণ কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে। আসলে সমস্যা যেমন আছে তেমনি আছে তার সমাধানও। প্রশ্নগুলোর মধ্যে অন্যতম কিছু প্রশ্ন হলো-

১. প্রশ্ন- আমি আমার নামে তো কখনও জিমেইল খুলি নাই তাহলে আসলো কেন?

উত্তর- হয়তো জিমেইল আপনি খোলেন নাই তবে আপনার নামের মত আরেকজন হয়তো করেছে। বা আপনার ঠিকানা দিয়েই আপনার পরিচিতরা করেছে। আবার এমন হয়তো হতে পারে যে, আপনি জিমেইল করেন নাই কিন্তু গুগল যুক্ত এমন কোথাও ফরম পূরণ করেছেন। আসলে অনলাইনে কোন না কোন ভাবে আপনার নাম থাকলেই এমন আসতে পারে।

You Already have an Existing Adsense account in 2022

২. প্রশ্ন- এত নাম কিভাবে পাবো অ্যাডসেন্স আবেদন করার জন্য?

উত্তর- উত্তরটা অনেক সহজ। যেমন, আপনার নাম ধরুন আক্কাস আলী আপনি আবেদন করার সময় আককাস আলি আকাশ বা আক্কাস আলি আকাশ এভাবে সামান্য বানান বা বাড়তি কিছু দিয়ে দেবেন।

আপনার নাম হুবহু মিল হলেই সমস্যা হতে পারে। চেজ্ঞ করে দিলে তো আশা করি হুবহু মিল হবে না। যদি হয় তাহলে আবারও চেজ্ঞ করে দেবেন।

Existing AdSense ভিডিও লিংক

আমি নিচে ভিডিও লিংক দিয়ে দেবো আশা করবো উপরের লিখাটি না পড়ে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি দেখে বুঝতে পারবেন।

উপরের ভিডিও থেকে আপনি হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন।

শেষ কথা

আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় মোটামুটি সহজভাবেই বলার জন্য। এছাড়াও আপনাদের কারো কোনো ধরণের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

উক্ত পোস্ট bloggersforumbd থেকে নেওয়া।