গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে জানার আগ্রহ কম বেশি সবার থাকে। বিশেষ করে যারা নতুন ব্লগিং করে তাদের জন্য এটি আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠে। গুগল এডসেন্স পেতে হলে ইউনিক কনটেন্টের বিকল্প নেই সেটা আমরা সবাই জানি। কিন্তু এরপরেও অধিকাংশ ব্লগার ও আর্টিকেল রাইটাররা গুগল এডসেন্স পেতে ব্যর্থ হয়ে থাকেন। অনেকে সামান্য ভুলের কারণে দ্রুত গুগল এডসেন্স পান না।
Adsense পৃথিবীর সবথেকে বড় এড নেটওয়ার্ক, তাছাড়া এটি সর্বজন বিশ্বস্ত সার্ভিস হওয়াতে সবাই গুগল এডসেন্স এর পিছনে ছুটে। উচ্চ ক্লিক রেট (বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থার তুলনায়), স্বচ্ছ রিপোর্ট ও আরও বিশেষ সুযোগ সুবিধার কারণে গুগল এডসেন্স এর খ্যাতি রয়েছে পুরো বিশ্ব জুড়ে। আর এই কাজের শুরুতেই আপনার একটি এডসেন্স একাউন্ট থাকা লাগবে।
আজকে আমরা কিভাবে ব্লগে এডসেন্স পাওয়ার উপায় নিয়ে আলোচনা করবো। শুরুতেই আপনাকে কী কী কাজ করতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেখানো হলো। এখানে আমরা কোনো অপ্রয়োজনীয় তথ্য দিবো না।
গুগল এডসেন্স পেতে যা যা করবেন-
১. সাইটের নিশ সিলেক্ট করা এবং ডোমেইন নেইম কেনা।
২. আপনার নিশ অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করা।
৩. ব্লগারে একাউন্ট খোলা, ওয়েবসাইট সেটআপ + ফুল কাস্টমাটাইজেশন।
৪. Contact Us ও Privacy Policy পেইজ তৈরি করা এবং কমপ্লিট অন পেইজ এসইও।
৫. সর্বনিম্ন ১০০০ শব্দের ৬টি ইউনিক আর্টিকেল লেখা + পাবলিশ করা এবং গুগল + বিং সার্চ কনসোলে সাইট সাবমিট করা।
৬. সর্বনিম্ন ১০০০ শব্দের ১৬টি ইউনিক আর্টিকেল লেখা + পাবলিশ করা।
৭. আপনার নিশের সাথে মিল রেখে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট শেয়ার করা।
৮. ব্যাকলিংক তৈরি করা।
৯. গুগল এডসেন্স এর জন্য আবেদন এবং ইমেইল পাওয়ার অপেক্ষা করা।
১০. ইমেইল না পাওয়া পর্যন্ত প্রতিদিন সর্বনিম্ন ১০০০ শব্দের একটি করে ইউনিক আর্টিকেল লেখা +পাবলিশ করা।
কিভাবে গুগল এডসেন্স পাবেন তার সহজ উপায় উপরে ১০টি ভাগে সংক্ষেপে দেখানো হয়েছে। এই পর্যন্ত দেখে খুব সহজ মনে হলেও গুগল এডসেন্স পাওয়া অতটাও সহজ না।