১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগান ক্রিকেট দল – News Portal 24
ঢাকাWednesday , ২ ফেব্রুয়ারী ২০২২
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগান ক্রিকেট দল

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২, ২০২২ ১০:৩৫ অপরাহ্ন
Link Copied!

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সিলেটে ৫ দিনের ক্যাম্পের পর টাইগারদের সঙ্গে ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে আর টি-টোয়েন্টি ঢাকায়। আফগানদের বিপক্ষে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগের অংশ।

বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা টাইগাররা ৩-০ তে সিরিজ জিতলে ২০২৩ বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে যাবে। তাই কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। মিরপুরের উইকেট অনেক সময় বুমেরাং হয়ে কথা বলে প্রতিপক্ষের হয়ে। তাই সতর্ক বিসিবি ওয়ানডে সিরিজটা আয়োজন করতে চায় চট্টগ্রামে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’

এদিকে ডিআরএস রাখার জন্য বিসিবি কাজ করছে বলেও জানান তিনি। এছাড়াও সিরিজের আগেই পেস বোলিং কোচ নিয়োগ চূড়ান্ত করতে চায় বিসিবি।

বিপিএল শেষে এক সপ্তাহেরও বিরতি মিলছে না। আফগানিস্তান সিরিজের নানা ইস্যু নিয়ে ব্যস্ত বোর্ড। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডিআরএস বাধ্যতামূলক করেছে আইসিসি।

ডিআরএস বিতর্কে গেল ডিসেম্বরে জিম্বাবুয়ে সফর বাতিল করে আফগানিস্তান। বিপিএলে এই প্রযুক্তি এখনো সংযুক্ত করতে পারেনি বিসিবি। আসন্ন সিরিজে ডিআরএস না থাকার কথা শোনা গেলেও প্রধান নির্বাহী আশাবাদি।

এদিকে আফগানিস্তান সিরিজের আগেই বোলিং কোচের শূন্য পদ পূরণের আশ্বাস দিয়েছে বিসিবি। শর্টলিস্টের ভাস-টেইট, নাকি নতুন কেউ জানা যাবে কিছুদিনের মধ্যেই।

যদিও এই সিরিজটাও হতে যাচ্ছে মাঠে কোনো দর্শক ছাড়া। তবে শর্ত হলো করোনা পরিস্থিতির উন্নতি হতে হবে। এক্ষেত্রে সরকারের নির্দেশনার দিকে তাকিয়ে থাকবে বোর্ড। করোনাকালে বাংলাদেশ দল সব সিরিজই খেলেছে দর্শকশূন্য গ্যালারিতে।

ব্যতিক্রম ছিলো কেবল পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তবে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রণের দাপটে এখন দিশেহারা দেশ। তাই আফগান সিরিজেও গ্যালারিতে দেখা যাবে না কোনো দর্শক।

এর আগে ২০২০ সালে করোনা ভাইরাসের জন্য স্থগিত হয়েছিলো বাংলাদেশের আয়ারল্যান্ড সফর। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ বছরের মে মাসে। তবে দুই বোর্ড সমঝোতায় এসে বাতিল করেছে তিন ওয়ানডের সেই সিরিজটি।