দুই মাস মূল্যহ্রাসের পর দেশের বাজারের আবারো বাড়ানো হয়েছে বেসরকারি এলপিজির সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বিইআরসি।
বৈঠকে বিইআরসি আরো জানায়, দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম। সৌদি সিপির সঙ্গে সামঞ্জ্যস রেখে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে।
এদিকে পাইপলাইনের গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জানান, কারিগরি কমিটির মূল্যায়ন শেষ হয়েছে, কমিশনের শুনানির পর সিন্ধান্ত নেয়া হবে।
এবার প্রতি কেজি এলপিজির দাম নিধারণ হয়েছে ১০৩ টাকা ৩৪ পয়সা। এর ফলে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬২ টাকা, বিক্রি হবে ১ হাজার ২৪০ টাকায়। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৭ টাকা ৮১ পয়সা।
নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জানান, কারিগরি ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিশনের শুনানির পর দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হবে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে।
টানা পাঁচ মাস মূল্যবৃদ্ধির পর গত ডিসেম্বরে এলপিজির দাম কমা শুরু করে। জানুয়ারিতে দ্বিতীয় মাসের মত দাম ৪ শতাংশ কমলেও ফেব্রুয়ারিতে এসে বেড়ে গেল ৫ শতাংশ।