হিজাব পরিধান করা ইসলামের অন্যতম ফরজ বিধান। যশোরে মেয়েদের একটি মেডিক্যাল কলেজে ছাত্রীদের ড্রেস কোড হিসেবে হিজাবকে বেছে নেয়ায় সব ধর্মের শিক্ষার্থীরা তা পরতে বাধ্য হচ্ছেন।
ছাত্রীদের ভর্তির সময়েই এ বিষয়ে লিখিত ‘সম্মতি’ নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কলেজটির একজন চিকিৎসক দাবি করেন, তারা একে হিজাব বলেন না। এটাকে প্রতিষ্ঠানের ‘ড্রেস কোড’ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পর এক নারী শিক্ষার্থীর প্রতিবাদ ভাইরাল হওয়ার পর বাংলাদেশের ওই মেডিক্যাল কলেজে ধর্মীয় পোশাক বাধ্যতামূলক করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে।
যশোরের পুলের হাটে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালনায় কার্যক্রম চালানো আদ্-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজের হিন্দু ধর্মাবলম্বী এক ছাত্রী জানান, তাদেরও হিজাব পরেই ক্যাম্পাসে যেতে হয়।
কারণ কী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের ভর্তির সময় স্বাক্ষর করে নেয়া হয়েছিল যেন ড্রেস কোড মেনে চলি। এ জন্য চাইলেও আমাদের প্রতিবাদ করার সুযোগ নেই।’