সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের আয়োজনে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। - News Portal 24
ঢাকাFriday , ১৮ ফেব্রুয়ারী ২০২২

সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের আয়োজনে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট।

বালাগঞ্জ প্রতিনিধিঃ
ফেব্রুয়ারী ১৮, ২০২২ ৯:৩৮ অপরাহ্ন
Link Copied!

 

 

 

বালাগঞ্জে সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব,ইলাশপুর বড়চর আয়োজনে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩শে ফেব্রুয়ারী রোজ বুধবার।

 

টুর্নামেন্ট সফল করতে এগিয়ে এসেছে স্থানীয় খেলাধুলার পৃষ্ঠপোষক ব্যাক্তিরা। দাতা হিসাবে প্রথম পুরুস্কার দিচ্ছেন নগদ ১০হাজার টাকা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রকিব, ২য় প্রাইজ ফ্রান্স প্রবাসী এনাম আহমদ ৫হাজার টাকা, ৩য় পুরুস্কার ম্যান অব দ্যা ম্যাচ ইলাশপুরের রাজন আহমদ।

 

খেলা শুরু হবে ২৩ ফেব্রুয়ারী বুধবার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

 

 

 

 

এ আয়োজনে অংশ নিচ্ছে সিলেট অঞ্চলের ১৬টি টিম। স্থানীয় মাঠে খেলাটি দু’টি গ্রুপে বিভক্ত হয়ে সিক্স এ সাইড (রাউন্ড রবিন লিগ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

 

 

টুর্নামেন্টকে সফল করতে আয়োজকরাও সর্বাত্মক চেষ্টা করছেন।

 

উল্লেখ্য, সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব, ইলাশপুর বড়চর বালাগঞ্জ,ইতিমধ্যে খেলাধুলা সহ নানাবিধ সামাজিক সচেতনতা ও সামাজিক দায়বন্ধতামূলক কাজ করে প্রশংসিত হয়েছে।