সদ্য সমাপ্ত লামাকাজী ইউনিয়ন নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সকল ভোটার ও নাগরিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল রব।
এক বিবৃতিতে তিনি তার ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ৮ নং ওয়ার্ডের ভোটার বৃন্দ আমার পক্ষে তালা প্রতীকে স্বত:স্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
কিন্তু সামান্য কিছু ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছি। নির্বাচনে জয়-পরাজয় থাকবে এটাই স্বাভাবিক। আমি নব-নির্বাচিত মেম্বারকে অভিনন্দন জানাই তার পাশাপাশি উনি আমাদের ওয়ার্ডের উন্নয়নে আমার সহযোগিতা সবসময় পাবেন।
আব্দুল রব আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে প্রমাণ করেছেন আমি ব্যক্তি আব্দুল রব-কে আপনারা কতটা ভালোবাসেন। তাই এর প্রতিদানে আমাকে বিপুল ভোট দিয়েছেন। এজন্য আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকবো। আমি বিগত সময়ে যেমন আপনাদের সুখে দুখে পাশে ছিলাম তেমনি আগামী দিনগুলোতেও আপনাদের সেবায় পাশে থাকবো, ইনশা আল্লাহ্।