স্টাফ রিপোর্টার:: সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী দ্বিতীয় বারের মত করোনা আক্রান্ত হয়েছেন।
হঠাৎ শরীরের খারাপ অনুভব করায় বুধবার সকালে টেস্ট করা হয়। টেস্টে তার পজিটিভ রিপোর্ট আসে এবং বিষয়টি নিশ্চিত করেছেন আফরুজা বারী এর ব্যক্তিগত কর্মকতা সাদিকুর রহমান।
বাংলাদেশে করোনাভাইরাস আসার শুরু থেকে নিজ এলাকা গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার জনগণকে সচেতন করতে সামাজিক দূরত্ব মেনে চলার গুরুত্ব, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, নিয়ম মেনে বাববার হাত ধোয়ার প্রয়োজন সম্পর্কে জনগণকে সচেতন করতে, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এলাকার হাটবাজার, গ্রামে ও সড়কে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন।
এ ছাড়া করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজস্ব অর্থায়নে কর্মহারা অসহায় মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। চলমান শীতকালীন সময়ে উপজেলার প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ ও দলীয় সকল কর্মসূচি পালন সহ সামাজিক অনুষ্ঠানে ছিলো তার সরব উপস্থিত।
আফরুজা বারীর সাথে কথা হলে তিনি বলেন, আমি সুস্থ হয়ে আবারও আগের মতো এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার সামান্য জীবনে যদি একজন মানুষেরও উপকারে আসতে পারি, সেটিই হবে বঙ্গবন্ধুর আর্দশিক ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমার স্বার্থকতা। দেশ ও মানুষের কল্যাণে এ মানবজীবন উৎসর্গ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
সবশেষে নিজের সুস্থতার জন্য সকলের দোয়া চান, মিসেস আফরুজা বারী।