বিয়ানীবাজারে গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলিং চেষ্টা, যুবক আটক – News Portal 24
ঢাকাFriday , ৪ ফেব্রুয়ারী ২০২২

বিয়ানীবাজারে গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলিং চেষ্টা, যুবক আটক

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ৪, ২০২২ ৮:১২ পূর্বাহ্ন
Link Copied!

বিয়ানীবাজারে গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলিং চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত অভিযুক্ত সেই যুবকের নাম জায়েদ আহমদ (২৪), সে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো আটক যুবক। কোনো একদিন ভুক্তভোগীর গোসলের ভিডিও গোপনে মোবাইলে ধারণ করে গৃহবধূকে কু-প্রস্তাব দেয় এবং ব্ল্যাকমেইলের চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী গৃহবধূ বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বুধবার অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, আটককৃত যুবক ভিডিও ধারণ ও ব্ল্যাাকমেইলিংয়ের ঘটনা প্রাথমিভাবে স্বীকার করে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।