বান্দরবানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৪ – News Portal 24
ঢাকাThursday , ৩ ফেব্রুয়ারী ২০২২

বান্দরবানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৪

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ৩, ২০২২ ১২:০৫ অপরাহ্ন
Link Copied!

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সেনা সদস্য ও তিন জেএসএস কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে দশটার দিকে রুমা উপজেলার ভথি ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রুমা সদর জোনের আওতাধীন রাইখ্যং লেকপাড়া সেনা ক্যাম্প থেকে পায়ে হেঁটে টহলে বের হয় সেনা সদস্যরা। রাত সাড়ে দশটার দিকে ভথি ত্রিপুরা পাড়া পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি ছোঁড়ে সেনাবাহিনীর সদস্যরাও। এসময় ঘটনাস্থলেই নিহত হন টহলদলের কমান্ডার হাবিবুর রহমান ও তিন জেএসএস সদস্য।

নিহত সেনা কর্মকর্তা রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আহত সেনা সদস্যর নাম মোঃ ফিরোজ। তিনি একই ক্যাম্পের সেনা সদস্য। আহত সেনা সদস্য ফিরোজ হোসেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

পরে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়লে জেএসএস এর ৩ সন্ত্রাসী মারা যায়। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, তিনটি বন্দুক, নগদ টাকা ও ২৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।