খাওয়ার সুবিধার্থে নাকে পরা মাস্ক আনছে দক্ষিণ কোরিয়া – News Portal 24
ঢাকাFriday , ৪ ফেব্রুয়ারী ২০২২
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

খাওয়ার সুবিধার্থে নাকে পরা মাস্ক আনছে দক্ষিণ কোরিয়া

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ৪, ২০২২ ২:১৮ অপরাহ্ন
Link Copied!

তবে, এই মাস্ক নিয়ে অনেকেই উপহাস করছেন

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবচেয়ে বড় ঢাল মাস্ক। দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠায় বিভিন্ন নানা রঙের এবং নানা ধরনের মাস্ক শোভা পাচ্ছে বিশ্বব্যাপী মানুষের মুখে। তবে বাইরে খাবার খেতে গেলে মাস্ক নিয়ে পড়তে হয় কিছুটা সমস্যায়।

এবার সেই সমস্যার সমাধানে শুধু নাক ঢেকে রাখা অ্যান্টি ভাইরাস মাস্ক “কোস্ক” (Kosk Mask) আনছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আতমান নামে একটি প্রতিষ্ঠান এই বিশেষ ধরনের মাস্ক বাজারে আনছে। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোপাং বিশেষ এই মাস্কের ১০টির একটি বাক্স বিক্রি করছে ৮.১৩ মার্কিন ডলারে।

বিশেষ এই মাস্কের রয়েছে দুইটি অংশ। মুখের অংশ নাকের ওপর উঠিয়ে খাওয়া-দাওয়া করা যায়।

প্রচলিত মুখ ঢেকে রাখার মাস্কের নিচে পরা যাবে কোস্ক। খাওয়ার সময় মাস্ক সরিয়ে খাওয়া যাবে বলে নির্মাতারা জানিয়েছেন।

তবে, এই মাস্ক নিয়ে অনেকেই উপহাস করছেন। তাদের মতে মুখ খোলা রেখে নাকে মাস্ক করার কোনো মানেই হয় না।

যদিও কয়েকটি গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে করোনা ভাইরাস প্রবেশের সবচেয়ে সহজ পথ হলো নাক। তাই নাকে মাস্ক পরাটা যতটা অদ্ভূত মনে হচ্ছে বিষয়টা ততটা অদ্ভূত নয় বলে জানিয়েছে গার্ডিয়ান।