কাজের চাপে কর্মীর আত্মহত্যা, ক্ষমা চাইল টয়োটা – News Portal 24
ঢাকাTuesday , ১ ফেব্রুয়ারী ২০২২

কাজের চাপে কর্মীর আত্মহত্যা, ক্ষমা চাইল টয়োটা

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ১, ২০২২ ৯:৩৪ অপরাহ্ন
Link Copied!

কাজের প্রচণ্ড চাপে এক কর্মীর আত্মহত্যার জন্য ক্ষমা চাইল বিশ্বের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটা। মঙ্গলবার টয়োটার প্রেসিডেন্ট আকিও তয়োদা আত্মহত্যাকারী ওই কর্মীর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।

এ সময় তিনি তার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন। তবে ক্ষতিপূরণ হিসেবে কত টাকা দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

৪০ বছর বয়সি ওই কর্মকর্তার পরিবার ১২ কোটি ৩০ লাখ ইয়েন (১১ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন।

তার স্ত্রী বলেন, আশা করি টয়োটা এখন থেকে তার কর্মীদের ব্যপারে আরো যত্নবান হবে। এর আগেও প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কাজের চাপে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বকাঝকার কারণে আত্মহত্যা করেছেন।

সূত্র: আল-আরাবিয়া।