স্বামীর করোনা পজেটিভ, খবর পেয়ে আইসোলেশনে শিক্ষামন্ত্রী – News Portal 24
ঢাকাSunday , ৩০ জানুয়ারী ২০২২

স্বামীর করোনা পজেটিভ, খবর পেয়ে আইসোলেশনে শিক্ষামন্ত্রী

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ৩০, ২০২২ ১০:০৪ অপরাহ্ন
Link Copied!

স্বামীর করোনা শনাক্তের খবরে আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

জানা গেছে, দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ শনিবার রাতে কোভিড পজিটিভ হয়েছেন। এরপর থেকেই শিক্ষামন্ত্রী আইসোলেশনে আছেন।

এম এ খায়ের বলেন, শিক্ষামন্ত্রীর স্বামীর করোনার উপসর্গ ছিল। টেস্ট করানোর পর গতকাল রাতে করোনা শনাক্ত হয়। তিনি এখন নার্সদের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন।

এদিকে সোমবার দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির।এ বিষয়ে জানতে চাইলে এম এ খায়ের বলেন, এ প্রোগ্রামে মন্ত্রী সশরীরে অংশ নেবেন না, ভার্চুয়ালি যোগ দেবেন।

সূত্র: দৈনিক ইনকিলাব

আরও পড়ুনঃ  আজ ভয়াল ২১ আগস্ট