দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে মাঝারি শৈতপ্রবাহ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার মানুষজন।
রোববার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস। চলতি মৌসুমে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই শুরু হয় শীতের তীব্রতা। রাতভর ঝরছে বৃষ্টির মতো কুয়াশা। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারিদিক। সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। শীতের কারণে কাজে যোগ দিতে পারছেন না তারা। তীব্র শীতে একটু প্রশান্তি পেতে আগুন পোহাচ্ছেন তারা।