বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট – News Portal 24
ঢাকাMonday , ৩১ জানুয়ারী ২০২২

বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ৩১, ২০২২ ১২:৩৫ অপরাহ্ন
Link Copied!

ইংরেজি দৈনিক “দ্য ইন্ডিপেনডেন্ট” তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে মালিকপক্ষ তাদের কার্যক্রম বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

এর আগে ২০২০ সালের এপ্রিলে মহামারি সঙ্কটের শুরুতে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানটির মুদ্রণ বন্ধ করার পর অনলাইন সংস্করণটি শুধু চলছিল, এবার সেটিও বন্ধ হয়ে গেল।

এ বিষয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী আরেক ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বলেন, অর্থনৈতিকভাবে লাভজনক নয় বলে ব্যবসায়িক সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা সংবাদপত্রের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী সকলের বকেয়া বেতন পরিশোধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ২৬ মার্চ দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু হয়।